চার গ্ৰামের মানুষের পারাপারের একমাত্র ভরসা পাইকগাছার কুচিয়া ব্রিজ

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানার কুচিয়া নদীর ওপর নির্মিত সেতুটির মূল কাঠামো থেকে খসে পড়ছে পলেস্তরা (প্লাস্টার)। অতিরিক্ত লবণাক্ততাসহ নানা সংকটে সেতুটির অবস্থা এখন জীর্ণ-শীর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই সেতুটি দিয়ে চলাচল করছেন জনপদের অন্তত চারটি গ্রামের হাজারো মানুষ। যে কোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের প্রাণঘাতি ও দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। এমতাবস্থায় সেতুটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিনে প্রতিবেদনকালে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের কুচিয়া নদীর দুই তীরের টেংরামারী, উত্তর কাইনমুখী, দক্ষিণ কাইনমুখী ও দিঘাসহ প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে প্রায় ৩৫ বছর আগে সেতুটি নির্মাণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ সানা। দীর্ঘদিনেও সংস্কার না করায় অতিরিক্ত লবণাক্ততার কারণে এরই মধ্যে ফাটল ধরেছে সেতুর খুঁটিগুলোতে। রেলিং (গার্ডার) ভেঙে পড়েছে তারও আগে। দৃশ্যত সেতুটির এখন কঙ্কালসার অবস্থা। তার ওপর বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন সেখানকার কয়েক গ্রামের হাজারো মানুষ যানবাহনসহ চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়ে।
দ্বীপবেষ্টিত সোলাদানার উত্তর কাইনমুখী গ্রামের কিশোর মণ্ডল বলেন, ইউনিয়নব্যাপী জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট-বড় নদী বা খাল। চারদিকে যতদূর চোখ যায় যেন পানি আর পানি। সুষ্ঠু যাতায়াত ব্যবস্থায় সেতুটিই তাদের একমাত্র ভরসা। তবে মূল অবকাঠামো হারিয়ে সেতুটি এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে এখনো এলাকাবাসীর অবিরাম সেবা দিয়ে যাচ্ছে। যে কোনো সময় সেখানে প্রাণঘাতি দুর্ঘটনারও আশংকা করেন তিনি।
দিঘার কল্লোল মণ্ডল জানান, সেতুটির এ করুণ পরিণতি আরো ১০ বছর আগের। সেই থেকে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই যাতায়াত করছেন তারা। উপজেলা সদরসহ স্কুল-কলেজে পৌঁছাতে সেতুটিই তাদের একমাত্র ভরসা।
দক্ষিণ কাইনমুখীর বিজন মণ্ডল জানান, সেতুটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত খরচ করে মালামাল বাড়িতে নিতে হয় তাদের।
টেংরামারীর প্রশান্ত মণ্ডলের আশংকা, যে কোনো সময় সেতুটি নদীর মধ্যে ধসে ঘটে যেতে পারে কোনো বড় ধরনের প্রাণঘাতি দুর্ঘটনা। সেতুটি এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। সম্পূর্ণ সেতুর পিলার বা খুঁটিগুলোসহ সমুদয় পলেস্তরা ধসে পড়ছে।
সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানান, তিনি চেয়ারম্যান থাকাকালীন নতুন সেতুর প্রস্তাবনাসহ কাগজ-পত্র তৈরি করে উপজেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠিয়েছিলেন, সেটি এখনো পাস হয়নি।
বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী বলেন, জনগুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন স্থানীয় ৪টি গ্রামসহ উপজেলার হাজারো মানুষ যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ সেতুটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন করে আরো একটি সেতু নির্মাণের দাবি তার। বিষয়টি আগামী উপজেলা মাসিক উন্নয়ন সভায় উত্থাপনের কথাও জানান তিনি।
পাইকগাছা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক উপজেলা সমন্বয় সভায় একাধিকবার সেতুটির বিষয় উত্থাপন করলেও সে সময় পর্যাপ্ত অর্থাভাবে সেতুটি বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে সেতুটির অবস্থা বিবেচনায় অগ্রাধিকারভিত্তিতে খুব শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান।
এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
