ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

৩০০ নলকুপ অচল

কমলগঞ্জে বিশুদ্ধ পানি সংকটে হাজারো পরিবার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ৩:৩৬

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রচন্ড খরার কারণে ও গভীর নলকুপে বোরো জমিতে সেচ দেওয়ায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। গত ১৫-২০দিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে প্রায় তিন শতাধিক অগভীর নলকুপে পানি না উঠায় অচল হয়ে পড়েছে। ফলে বিশুদ্ধ পানি সংকটে চরম দুর্ভোগে পড়েছে হাজারো পরিবারের সদস্যরা। ভোক্তভোগীরা উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপনের জন্যই অগভীর নলকুপে পানি না উঠার মূল কারণ বলে মনে করছেন।

   জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার মুন্সীবাজার ইউনিউয়নের রামপুর, নারায়নক্ষেত্র, রায়নগর, রামচন্দ্রপুর, শমসেরনগর ইউনিয়নের সোনাপুর, রাধানগর, মরাজানেরপার, সতিঝিরগাঁওসহ আশপাশের আরো কিছু এলাকার অগভীর নলকুপে পানি উঠছে না। ১৬০ ফুট পরিমাণ গভীর নলকুপেও পানি উঠছে না। বর্তমানে নানা স্থানে গভীর নলকুপ যেখানে ৫০০ থেকে ৬০০ ফুট পরিমাণ গভীর নলকুপ রয়েছে সেসব নলকুপে পানি পাওয়া যাচ্ছে। বোরো চাষাবাদের পরিমাণ বেড়ে যাওয়ায় সেচের জন্য গভীর নলকুপ স্থাপণ করে পানি তোলার কারণেই অগভীর নলকুপগুলোতে পানি উঠছে না বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। তাছাড়া পুকুর, খালবিলেও পানি শুকিয়ে গেছে। বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে এলাকার স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুর-দুরান্তের বাড়িঘর থেকে খাবার পানি সংগ্রহ করলেও গোসল, ল্যাট্রিন ব্যবহারে পানি পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শমসেরনগরের সোনাপুর গ্রামের গৃহিনী সুমি আক্তার, কাইয়ুম মিয়া, নারায়নক্ষেত্র গ্রামের শাহজাহান, আইয়ুব আলী, আজিজুর রহমান, রামচন্দ্রপুর গ্রামের রুশন মিয়া, বিনয় চক্রবর্তী বলেন, ‘গত পনের বিশ দিন যাবত আমাদের গ্রামের অধিকাংশ অগভীর নলকুপে পানি উঠছেনা। অনেক চাপাচাপি করেও পানি তোলা যাচ্ছে না। এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ খাবার পানির সংকট। দুর-দুরান্ত থেকে খাবারের জন্য নলকুপের বিশুদ্ধ পানি সংগ্রহ করে আনতে হচ্ছে।’ 
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ তরফদার জানান, তার ইউনিয়নের রামপুর, নারায়নক্ষেত্র, রায়নগর ও রামচন্দ্রপুর গ্রামের অধিকাংশ নলকুপে পানি উঠছে না। নলকুপে পানি না উঠার কারণে দু’একদিন পরে গোসল করতে হচ্ছে।’

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার বলেন, ‘আসলে এখন খরার সময়ে জলবায়ু পরিবর্তন জনিত কারণে কিছু কিছু স্থানে শ্যালো (হাতচাপা নলকুপ) পানি উঠে না। হয়তো পানির লেভেল নিচে নেমে গেছে। এরকম আশপাশের উপজেলাগুলোতেও শুনা গেছে।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হকও অগভীর নলকুপে পানি না উঠার অভিযোগ শোনা গেছে বলে জানান। তিনি বলেন, ‘এবার ব্যাপকহারে জমিতে বোরো আবাদ হওয়ায় সেসব জমিতে গভীর নলকুপে পানি সেচ দেওয়ায় ও টানা কিছু দিন খরার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বষ্টিপাত হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ