ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাবনায় গণকবর সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবিতে মানববন্ধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২২ বিকাল ৫:২০

পাবনায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী নাগরিক সমাজ।মঙ্গলবার (২৯ মার্চ ) শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে একটি মৌন মিছিল নিয়ে ঐতিহাসিক সম্মুখ যুদ্ধক্ষেত্র পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনে মানববন্ধনে মিলিত হন তারা।ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন,  পৌর মেয়র মোঃ শরিফ উদ্দিন প্রধান, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান দোলন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তরের মার্চে মুক্তিযুদ্ধের শুরুতেই পাবনা আক্রমণ করে পাকিস্তানী সেনারা ঘাঁটি গাড়ে পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবন ও বিসিক শিল্পনগরীতে। 

পুলিশ বাহিনী ও মুক্তিকামী জনতা ২৭ থেকে ২৯ মার্চ চলে টানা তিনদিন যুদ্ধের সকল পাকিস্তানী সেনা হত্যা করে টেলিফোন এক্সচেঞ্জ ভবন দখলে নেয় মুক্তিযোদ্ধারা। এরপর দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ২৯শে মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত শত্রুমুক্ত ছিল পাবনা।পরাজয়ের প্রতিশোধ নিতে দ্বিতীয় দফায় শক্তি বৃদ্ধি করে ১০ মে পাবনায় আসে পাকিস্তানী সেনারা। বিভিন্ন গ্রামে চালায় নির্মম হত্যাযজ্ঞ। সেসব বর্বরতার আজও সাক্ষ্য বহন করছে গণকবর ও বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। তবে সংরক্ষণের উদ্যোগ না থাকায় এসব স্মৃতি অনেকটাই বিস্মৃতির অতলে।

গৌরবময় সে স্মৃতির টেলিফোন এক্সচেঞ্জ ভবন এখন পরিত্যক্ত। পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়া। এ নিয়ে  ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে ভবনটি সংস্কার করে মুক্তিযুদ্ধ যাদুঘর স্থাপনের দাবি জানান তারা।বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো মুক্তিযুদ্ধে পাবনার গৌরবময় স্থান, গণকবর ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। 
পাবনা পৌরসভার মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান বলেন, সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নানা উদ্যোগ নিলেও এক্ষেত্রে অনেকটাই অবহেলিত পাবনা। তাই পাবনায় মুক্তিযুদ্ধ যাদুঘর ও গবেষণা কেন্দ্র স্থাপন জরুরী যাতে নতুন প্রজন্মরা পাকিস্তানীদের নৃশংসতা, মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার বীরত্বগাঁথা ভূমিকা জানতে পারে। 

এমএসএম / এমএসএম

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে ​স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড