ঝিনাইদহে অ্যাড. রেজাউল করিম সুলতানের স্মরণসভা অনুষ্ঠিত

ঝিনাইদহের প্রগতিশীল রাজনীতির অন্যতম পূরধা এবং ঝিনাইদহের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের সেবাদানকারী গেরিলা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর ন্যাপ পার্টি ও গনতান্ত্রিক পার্টির সভাপতি সর্বজনিন ব্যক্তিত্ব প্রয়াত অ্যাড. রেজাউল করিম সুলতানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ আইনজীবী সমিতি মিলনায়তন, পুরাতন বার ভবন, বঙ্গবন্ধু সড়কে অ্যাড. রেজাউল করিম সুলতান স্মরণ সভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
অ্যাড. রেজাউল করিম সুলতান স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সভাপতি পৃথৃীশ রন্জন বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখছেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি এ্যাডঃ আজিজুর রহমান।
প্রধান আলোচক ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি এ্যাডঃ আজিজুর রহমান স্মরণ ও আলোচনা সভায় তিনি প্রয়াত আইনজীবি রেজাউল করিম সুলতানের স্মৃতিচারণ করে বলেন, “রেজাউল করিম সুলতান ছিলেন একজন সৎ, সাহসী, ন্যায় ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তি ও আইনজীবি। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সবসময় ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে তার সামাজিক,রাজনৈতিক ও পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন।” তার আদর্শকে ধারণ করে সঠিকভাবে সামাজিক,রাজনৈতিক ও পেশাগত দায়িত্ব পালনের জন্য সকল আইনজীবিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ঝিনাইদহ জজকোটের বিগ্জ আইনজীবি রেজাউল করিম সুলতান’র স্মরণ সভায় বক্তব্য রাখেন,ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান খোকা,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,ঝিনাইদহ জেলা জাসদের সাবেক সাধারন সম্পাদক ফজলুল রহমান খুররম,এ্যাড.রেজাউল করিম সুলতানের সহধর্মিনী ও উইমেন্স ক্লাবের সভাপতি আফসানা আক্তার শিউলি,ওর্য়ার্কাস পার্টির সভাপতি নিমাই চন্দ্র দে, জেলা জাসদের সভাপতি চন্দন চত্রুবর্তী,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মানিক,বাসদের সাবেক নেত্রী তাহেরা বেগম জলি,ওর্য়ার্কাস পার্টিও নেতা আজিজুর রহমান সালাম প্রমুখ।
এ সময় রেজাউল করিম সুলতান’র প্রতিস্মৃতি চারন করে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও পিপি এ্যাডভোকেট এ্যাডঃ ইসমাইল হোসেন,সিনিয়র আইনজীবি এ্যাডঃ আব্দুল মালেক, অ্যাড. হাফিজ উদ্দিন,ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমূখ এডভোকেট মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তৃতা করেন। স্মরণ ও আলোচনা সভাটি পরিচালনা করেন স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট খোন্দকার লিয়াকত আলী।
বক্তৃতায় তারা মরহুম অ্যাড. রেজাউল করিম সুলতানকে একজন বিগগ অইনজীবি ছাড়াও ঝিনাইদহ জেলার গরীব-দুঃখী,অসহায়,নির্যাতিত নিপীড়িতদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করেন। দেশ-জাতি-সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তাচেতনা। তাঁর মৃত্যুতে ঝিনাইদহ জজকোর্টের আইন অঙ্গণ হারিয়েছে এক মেধাবী আইনজীবীকে।তাঁর মৃত্যু ঝিনাইদহ বাসি তথা দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্মরন সভায় বক্তারা প্রয়াত আইনজীবি রেজাউল করিম সুলতানের সামাজিক,রাজনৈতিক, আইন অঙ্গনের গৌরবময় কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারন সহ ঝিনাইদহ জজকোর্টে তার অসামান্য অবদানের বিষয়ে আলোকপাত করেন। এর আগে স্মরন সভার শুরুতে প্রয়াত আইনজীবি রেজাউল করিম সুলতান’র বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মিলাদ ও দোয়া শেষে সকলর মাঝে তবারক বিতরণ করা হয়।
জামান / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
