ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় তিন মাসের বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ ৬ বজর শেষ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:৩০

খুলনা জেলার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে রয়েছেন এক-এগারো সরকারের সুবিধাভোগী নেতারা। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি অভিযোগপত্র দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, এক-এগারোর সরকারে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. আবদুল মজিদকে আহ্বায়ক করে ২০১৬ সালে পাইকগাছা উপজেলা কমিটি গঠন করা হয়। তিন মাসের জন্য ওই কমিটি করা হয়েছিল সম্মেলন করার জন্য। কিন্তু গত ৬ বছরে সেখানকার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আংশিক কমিটি গঠন করা হয়েছে। তাও প্রকৃত পরীক্ষিত, সৎ, ত্যাগী, সাবেক ছাত্রদল, যুবদল নেতাদের বাদ দিয়ে। ফলে বিএনপির ঘাঁটি খ্যাত ওই উপজেলার নির্বাচনে মাত্র ২ হাজার ৪০০ ভোট পায় বিএনপি। পরবর্তীতে ২০১৯ সালে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তার কমিটির কোনো নেতাকর্মী প্রচারে অংশ না নেয়ায় নিজ কেন্দ্রেও ডা. আব্দুল মজিদ ভোট দিতে যাননি। ফলে দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়।

উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব ফিরে এলেও পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির মধ্যে তেমন কোনো সাড়া ফেলতে পারেনি।
 
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া ওই চিঠিতে অবিলম্বে পদবঞ্চিত ত্যাগী, সাবেক ছাত্র নেতা, যুবনেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
 
বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক আসলাম পারভেজ বলেন, ওয়ান-ইলেভেন সরকারের সময় ডা. আবদুল মজিদ দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতিবাজ বলেছিলেন। গত ১২ বছর তাদেরকে রাজনীতির মাঠে দেখা যায়নি। এরা সুবিধাবাদী দালাল। আওয়ামী লীগের বিনাভোটের এমপির সঙ্গে হাত মিলিয়ে, ফুলেল শুভেচ্ছা জানানো মানুষ কীভাবে বিএনপির লোক হয়। আমাদের দাবি এদেরকে বাদ দিয়ে ছাত্রদল, যুবদলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি করতে হবে।
 
যুগ্ম-আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম বলেন, তিন মাসের সম্মেলন প্রস্তুতি কমিটি ৬ বছর হয়ে গেছে। এই কমিটি ভেঙে দিতে হবে। যিনি আহ্বায়ক তিনি ওয়ান-ইলেভেন সরকারের লোক। কখনও ছাত্রদল বা যুবদলের রাজনীতি করেননি। তিনি কীভাবে আসলেন জানি না। তারপরও তিন মাসের কমিটি নিয়ে এসে কোথাও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। আমাদের দাবি এই কমিটি ভেঙে দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি করতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই দলে এভাবে কমিটি থাকতে পারে না।  আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বলেন, দুই বছর আগে সম্মেলনের তারিখ দেওয়া হয়েছিল। তখন একজন প্রার্থীর অসুস্থতার কারণে করতে পারেনি। তারপর করোনা, এখন সুবিধামতো সময়ে জেলা থেকে সম্মেলনের তারিখ দেবে।
 
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ২০০৭ সালে দুর্নীতি প্রতিরোধ কমিটি করার সময় আমি জানতাম না। পরে জানতে পেরে আমি পদত্যাগ করেছিলাম। এসব বিষয়ে চেয়ারপারসনের কাছে আগেও অভিযোগ দেওয়া হয়েছিল। তারা সবকিছু জানে। নতুন করে এসব অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে দেওয়া ওই আবেদনে স্বাক্ষর করেছেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম, আসলাম পারভেজ, মো. আবদুল মজিদ ও মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা লাকি ও মোস্তফা মোড়ল, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম তারিকও শেখ বেনজীর আহমেদ, পৌর বিএনপির মো. জিয়াউদ্দিন নায়েব, সাবেক ছাত্র নেতা শেখ আবু তালেব, মো. ইব্রাহিম, গাজী সোহেল রাশেদ জনি, শ্রমিক দল নেতা শেখ হাবিবুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এসএম রফিকুল ইসলাম প্রমুখ

এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত