রমজান মাস এবং নামাজ

হাজার মাসের চেয়ে উত্তম মাস রমজান মাস ۔এই মাসেই নাজিল হয় মহামানিত গ্রন্থ আল কুরআন ।আল্লাহ তায়ালা কোরান মাজীদে মানুষের ইবাদাত বন্দেগী এবং জীবন যাপন সম্পর্কে বিধি-বিধান নির্ধারণ করে দিয়েছেন।সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পবিত্র লাইলাতুল কদরের রাত্রে পবিত্র কুরআন মাজীদ নাজিল হয়েছিল।রমজান মাস সিয়াম সাধনার এবং মানসিক চেতনার পরিবর্তনের মাস ।রমজান মাস কে ৩ ভাগ করা হয়েছে,
রমজানের প্রথম ১০ দিন রহমতের পরের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের।এই পবিত্র মাসে প্রতিদিন আল্লাহ তায়ালা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেন এবং এই মাসে কবরের আজাব বন্ধ থাকে ।শুধু রমজান মাসেই আমরা ইসলামিক ভাবে ধার্মিক হওয়ার চেষ্টা করি যেমন রমজান মাসে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য লোক সংখ্যা বেশি হয় কিন্তু অন্য সময় মানে রমজান মাস ছাড়া মসজিদে নামাজির সংখ্যা কম হয়ে থাকে।তারমানে রমজানে মাসেই আমাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় !! এবং অন্যান্য মাসে আমাদের ধর্মীয় চেতনা ঘুমন্ত থাকে !!আসুন এই মাস থেকেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করি।
আপনার আমার আগে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে গিয়েছে আর আমাদেরকেও একদিন চলে যেতে হবে এই মায়ার পৃথিবী থেকে।এই দুনিয়াটা আমাদের জন্য শুধুই একটি পরীক্ষার জায়গা।সত্য নবীর উম্মত হিসেবে আমাদের উচিত রাসূল (সা:) এর পথ অনুসরণ করা।কারণ নবীজি চলে গিয়েছেন প্রায় ১৫শ বছর আগে আর কখনো আসবে না এমনকি তিনি ওফাত গমনের সময়েও নামাজ এর কথা বিশেষ ভাবে বলে গিয়েছেন ।মহান আল্লাহর সাথে সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ।আল্লাহ তায়ালা বলেছেন , আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে।(সূরা:আয-জারিয়াত আয়াত :৫৬)।তাহলে আমরা মানুষকে আল্লাহ শুধুই তার ইবাদাত বন্দেগীর জন্য সৃস্টি করেছেন কিন্তু আমরা দুনিয়ামুখী জীবন পার করে দিচ্ছি । আমরা এটা ভুলে যাই যে আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী এবং আমাদের আসল জীবন মৃত্যুর পর থেকেই শুরু।
কারণ আখিরাতের জীবন অনন্ত কালের জন্য।তাই আসুন আজ থেকে আমরা ৫য়াক্ত নামাজ আদায় করি এবং পরিবারের সদস্য সহ সবাইকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করি। আপনার যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস না থাকে তাহলে ধীরে ধীরে শুরু করুন এক সময় দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করতে পারলে আপনার নিজের শান্তি লাগবে না পাশাপাশী প্রতিদিন কোরান পড়ার চেষ্টা করুন না জানা থাকলে শিখে নিন। দুনিয়াতে কত বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ডিগ্রী অর্জন করছেন কিন্তু যিনি আপনাকে সৃস্টি করেছেন তার প্রতি কৃতজ্ঞতা রেখে যদি তার নাজিলকৃত কুরআন না পড়তে পারেন এর চেয়ে লজ্জার কিছু নেই। একবার মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়েদের দেখুন অনেক অল্প বয়সে তারা সম্পূর্ণ কুরআন মুখস্ত করে ফেলছে!! শুধু নামাজ পারে আপনাকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং নবীজির জীবনাদর্শ অনুসরণ করে জীবন চালাতে।আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামায সঠিকভাবে আদায় করার তৌফীক দান করেন (আমিন)
এমএসএম / এমএসএম

কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে কোরআনের যে আয়াতে

মানুষের ওপর আল্লাহর রহমত নিয়ে যা বলেছেন মসজিদুল হারামের খতিব

পবিত্র আশুরা আজ

আশুরার রোজা কবে-কয়টি রাখতে হবে

কারবালার মর্মান্তিক ইতিহাস ও শিক্ষা

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

কোরবানির পশু জবেহ করার বিধান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

কুরবানির শিক্ষা গুরুত্ব ও তাৎপর্য

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

মক্কা ও মদিনার ইমামদের ফেসবুক আইডি নিয়ে যা জানা যাচ্ছে

ইফতারির আনন্দ ভাগ করে নেই
