পত্নীতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ্ সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম, সহকারী সার্জন ডা. মাকসুদ হাসান, টিবি অ্যান্ড লেপ্রোসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট ইউসুফ আহমেদ, এমটি ল্যাব মিনহাজ পারভেজ প্রমুখ। এ সময় অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান