ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দুই শর্তে এ বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১০:৫৮

এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। সেই সঙ্গে নেয়া থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। খবর সৌদি প্রেস এজেন্সির।

করোনা মহামারীর কারণে গত দুই বছরে সীমিতসংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছিল। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাঁদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কোভিড-১৯-এর টিকা নেয়া থাকতে হবে। এছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারীর আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

জামান / জামান