নির্ধারিত সময়ের আগেই শেষ হলো সহায়ক রিয়্যাক্টর ভবনের নির্মাণকাজ
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। পর্যায়ক্রমে সব সাইটের কাজই অত্যন্ত ত্বরান্বিত। ইতোমধ্যেই অনেক সাইটের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের বিভিন্ন কাজের মধ্যে প্রথম ইউনিটে সহায়ক রিয়্যাক্টর ভবনের কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। এই ভবনটি ‘নিউক্লিয়ার আইল্যান্ড’ বা পরমাণু দ্বীপের অংশ এবং এখানে স্থাপিত হবে নিয়ন্ত্রণ ডিভাইসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি।
লজিস্টিক্সের সর্বোত্তম ব্যবহার এবং সময়ানুযায়ী প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত হবার ফলে নির্ধারিত সময়ের ২শ’ ৪১ দিন আগেই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে সংস্থার এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার (০৯ এপ্রিল ) গণমাধ্যমকে জানানো হয়েছে। রুশ ঠিকাদার প্রতিষ্ঠান নিকিমিত-এতমস্ত্রয় এর কর্মীরা প্রতিমাসে ১,৬০০ ঘনমিটার কংক্রীট ঢালাই করেন; যদিও শিডিউলে এর পরিমাণ ধরা হয়েছিল ১০০০ ঘনমিটার।
প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর এএসইর ভাইসপ্রেসিডেন্ট এবং একই সঙ্গে আরএনপিপি’র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সী দেইরী এ প্রসঙ্গে বলেন, “সব ধরণের কঠোর চাহিদা পূরণ করে নিকিমিত-এতমস্ত্রয় এর কর্মীরা যে গতিতে কাজ সম্পন্ন করেছেন তাতে রূপপুর প্রকল্পের নির্মাণ কর্মীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় পাওয়া যায়। আমাদের কর্মীদের এজাতীয় পেশাদারিত্বের ওপর ভরসা করে আমরা বলতেই পারি যে, কোভিড-১৯ অতিমারী এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতি এবং অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও রূপপুর এনপিপির কাজ নির্ধারিত সময়েই শেষ হবে”।নির্মাণ কাজের সময় হ্রাস পাওয়ায় ওভারহেড খরচসহ সার্বিক খরচ হ্রাস পেয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ কর্মীদের নির্ধারিত সময়ের আগেই অন্যান্য কাজের জন্য পাওয়া গেছে।
উল্লেখ্য, এসব কর্মী ইতোমধ্যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১,২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সব ধরণের আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।
এমএসএম / জামান
অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা
ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান
নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২
নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড
নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার
শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ
বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড
ব্রাহ্মণবাড়িয়া র্যাবের অভিযানে অস্ত্র-কার্তুজ উদ্ধার
তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩