ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোবাইল ব্যাংকিং প্রতারণা : মাগুরার ৩ সদস্য পাইকগাছায় গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১:৩

খুলনার পাইকগাছায় বিকাশ মোবাইল ব্যাংকিং প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মাগুরার ৩ প্রতারকে গ্ৰেফতার করেছে পুলিশ। বিকাশ প্রতারণার ঘটনায় থানা পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্ৰেফতার তিনজন। ইতোমধ্যে প্রতারণার শিকার পৌরসভা সরলের বাসিন্দা ঈগল পরিবহনের সুপারভাইজার মিল্টন শিকদার থানায় মামলা করেছেন, যার নং-১০।

জানা গেছে, গত ৩০ মার্চ পৌরসভার আকবর স্টোর বিকাশের দোকান থেকে মিল্টন তার মেয়ে জোহরার কাছে ২৪ হাজার ৪৯৩ টাকা পাঠান। এ সময় ইউসুফ ওই দোকান থেকে সুকৌশলে গ্রাহকের মোবাইল নং অন্য সহযোগী মোহাম্মদ আলীর কাছে পাঠায়। এরা জোহরার কাছে মোবাইল করে বলেন, আপনার বিকাশ নম্বর ভুল আছে তা ঠিক করার জন্য দ্রুত পিন নম্বর দিন। জোহরাকে বিজি রেখে কথা বলতে বলতে কৌশলে তার পিন নম্বর নিয়ে সব টাকা অন্য মোবাইল নম্বরে হ্যাক করে নেয়, যা গ্রেফতারকৃত ইউসুফ আলী (২২) আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দোষ স্বীকার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার কথা বলেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন।

ধৃত ইউসুফ মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামের ইস্কেন্দার শেখের ছেলে। তাকে চলতি ৬ এপ্রিল উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন আকবর স্টোর বিকাশের দোকান থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সে বিভিন্ন এলাকার বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের দোকানে গিয়ে কৌশলে বিকাশের টাকা লেনদেনের ছবি মোবাইলে তুলে প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ শেখ ( ২৫), শোয়েব শেখ (২৫), ইমরান শেখ (২৮)-সহ অন্যদের কাছে পাঠাত। এদের বারি মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামে। আর প্রতারক চক্রের গডফাদাররা দোকান মালিক সেজে গ্রাহকের মোবাইল নস্বর ভুল আছে বলে ফোন দিত। অন্য প্রতারক সদস্য গ্রাহককে মোবাইলে ব্যস্ত রেখে কৌশলে তার পিন নম্বর নিয়ে মুহূর্তেই সব টাকা অন্য মোবাইল নম্বরে পাঠিয়ে দিত।

এ মামলায় পুলিশ এ পর্যন্ত ইউসুফসহ মোহাম্মদ আলী ও শোয়েব শেখকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা সম্পর্কে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ প্রতারক চক্রের সাথে এ এলাকার বা দেশের অন্যন্য অঞ্চলে কারা-কারা জড়িত তা প্রযুক্তির মাধ্যমে নাম-ঠিকানা পুলিশ উদ্ধারের জোর চেষ্টা করছে।

এ বিষয়ে ওসি মো. জিয়াউর রহমান বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে থানায ডিজি ও অভিযোগও হয়েছে। ইতোমধ্যে এ চক্রের ৩ জনকে গ্রেফতার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এমএসএম / জামান

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ