ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোবাইল ব্যাংকিং প্রতারণা : মাগুরার ৩ সদস্য পাইকগাছায় গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১:৩

খুলনার পাইকগাছায় বিকাশ মোবাইল ব্যাংকিং প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মাগুরার ৩ প্রতারকে গ্ৰেফতার করেছে পুলিশ। বিকাশ প্রতারণার ঘটনায় থানা পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্ৰেফতার তিনজন। ইতোমধ্যে প্রতারণার শিকার পৌরসভা সরলের বাসিন্দা ঈগল পরিবহনের সুপারভাইজার মিল্টন শিকদার থানায় মামলা করেছেন, যার নং-১০।

জানা গেছে, গত ৩০ মার্চ পৌরসভার আকবর স্টোর বিকাশের দোকান থেকে মিল্টন তার মেয়ে জোহরার কাছে ২৪ হাজার ৪৯৩ টাকা পাঠান। এ সময় ইউসুফ ওই দোকান থেকে সুকৌশলে গ্রাহকের মোবাইল নং অন্য সহযোগী মোহাম্মদ আলীর কাছে পাঠায়। এরা জোহরার কাছে মোবাইল করে বলেন, আপনার বিকাশ নম্বর ভুল আছে তা ঠিক করার জন্য দ্রুত পিন নম্বর দিন। জোহরাকে বিজি রেখে কথা বলতে বলতে কৌশলে তার পিন নম্বর নিয়ে সব টাকা অন্য মোবাইল নম্বরে হ্যাক করে নেয়, যা গ্রেফতারকৃত ইউসুফ আলী (২২) আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দোষ স্বীকার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার কথা বলেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন।

ধৃত ইউসুফ মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামের ইস্কেন্দার শেখের ছেলে। তাকে চলতি ৬ এপ্রিল উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন আকবর স্টোর বিকাশের দোকান থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সে বিভিন্ন এলাকার বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের দোকানে গিয়ে কৌশলে বিকাশের টাকা লেনদেনের ছবি মোবাইলে তুলে প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ শেখ ( ২৫), শোয়েব শেখ (২৫), ইমরান শেখ (২৮)-সহ অন্যদের কাছে পাঠাত। এদের বারি মাগুরার শ্রীপুরের বরিশাট গ্রামে। আর প্রতারক চক্রের গডফাদাররা দোকান মালিক সেজে গ্রাহকের মোবাইল নস্বর ভুল আছে বলে ফোন দিত। অন্য প্রতারক সদস্য গ্রাহককে মোবাইলে ব্যস্ত রেখে কৌশলে তার পিন নম্বর নিয়ে মুহূর্তেই সব টাকা অন্য মোবাইল নম্বরে পাঠিয়ে দিত।

এ মামলায় পুলিশ এ পর্যন্ত ইউসুফসহ মোহাম্মদ আলী ও শোয়েব শেখকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা সম্পর্কে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ প্রতারক চক্রের সাথে এ এলাকার বা দেশের অন্যন্য অঞ্চলে কারা-কারা জড়িত তা প্রযুক্তির মাধ্যমে নাম-ঠিকানা পুলিশ উদ্ধারের জোর চেষ্টা করছে।

এ বিষয়ে ওসি মো. জিয়াউর রহমান বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে থানায ডিজি ও অভিযোগও হয়েছে। ইতোমধ্যে এ চক্রের ৩ জনকে গ্রেফতার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত