ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ছয় দফা দাবিতে ঢাবি শিক্ষার্থী রনির আমরণ অনশন, নীরব ঢাবি প্রশাসন


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ২:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ৬ দফা দাবিতে অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত শনিবার দুপুর থেকে মেডিকেল সেন্টারের তৃতীয় তলার ডেঙ্গু ইউনিটে এ অনশন শুরু করেন তিনি।

তার ছয় দফা দাবির মধ্যে রয়েছে- মেডিকেল সেন্টারের প্রবেশপথে তথ্য কেন্দ্র স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট, র‍্যাম্প, হুইলচেয়ার ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ প্রদান, মেয়ে শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন শারীরিক সমস্যার সব চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান, দ্রুত প্রয়োজনীয় আধুনিক চিকিৎসাসামগ্রী ও ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি স্থাপন, মেডিকেল সেন্টার কর্তৃক নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান ও ক্যান্টিন স্থাপন নিশ্চিতকরণ, হাই কমোড তথা অত্যন্ত সজ্জিত স্যানিটেশন সিস্টেমে টয়লেট তৈরি।

অনশনের দ্বিতীয় দিনে তার সঙ্গে সংহতি জানিয়ে অনশনে যোগ দিয়েছেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ রাহাতুল ইসলাম।

গত ৫ এপ্রিল থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় বাম পা এবং কোমরে আঘাত পেয়ে এ মেডিকেল সেন্টারে ভর্তি হন রনি। যথাযথ চিকিৎসা ও সুযোগ-সুবিধা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে সেখানকার ভোগান্তি, অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ভিডিও বার্তা দেখে তার হলের প্রভোস্ট, পরিবারের সদস্য এবং হলের বন্ধু-বান্ধবরা রনিকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাইলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি মেডিকেল সেন্টারে শনিবার দুপুর থেকে অনশনের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে রনি বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অনশন চলছে। খাবার ও ওষুধপত্র সব ছেড়ে দিয়েছি। আমার শরীর দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার ৬ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। আমি আর কয়েক ঘণ্টা অপেক্ষা করব। এরপর আমরণ অনশন ঘোষণা করব। আমার একটি পা উৎসর্গ করে দেব। আর যদি এখান থেকে আমাকে বের হতেই হয় তাহলে আমার লাশ বের হবে।

অনশনে সংহতি জানানো শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আমি আমার বড় ভাইয়ের দাবিকে যৌক্তিক মনে করি। আমাদের মেডিকেল সেন্টারে অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্ত-কর্মচারী সুচিকিৎসা পায় না। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের দ্বারপ্রান্তে এসে এটা কোনোভাবেই কাম্য নয়। তাই এই ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. হাফেজা জামান দৈনিক সকালের সময়কে বলেন, ‘ওকে বৃহস্পতিবার থেকে নিয়মিত চেকআপ করা হচ্ছে। যেদিন ও কাউকে না পাওয়ার অভিযোগ করেছে, সেদিনও একজন ডাক্তার ওকে চেকআপ করেছে। আর হাসপাতালের আধুনিকায়নের ব্যাপারে রনি যে দাবি জানিয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে, আমাদের হাতে নেই। আর তা আমি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।’

অনশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী দৈনিক সকালের সময়কে বলেন, ‘কেউ একজন অনশন ঘোষণা করলেই তো হয়ে গেল না। সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। অসুস্থ শিক্ষার্থীর সুস্থ হওয়ার জন্য তো চিকিৎসা নেয়া দরকার, সেখানে অনশন তো কোনো সমাধান হতে পারে না। তার চিকিৎসার সব ব্যবস্থার জন্য বলা হয়েছে। তার কাছে আমাদের দুটি পরামর্শ থাকবে- সে যেন সঠিক চিকিৎসা গ্রহণ করে এবং তার যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের যেন লিখিত আকারে দেয়।’

এমএসএম / জামান

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত