কমলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া দলিল হয় না, দলিল লেখকদের কর্মবিরতি

কমলগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস যেন `ঘুষের অভয়ারণ্য`। এই অফিসে ঘুষ ছাড়া কোনো দলিল হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের পাশাপাশি দলিল লেখকদের। সাব-রেজিস্ট্রার হেদায়েত উল্ল্যাহ লতিফের দাবিকৃত ঘুষের টাকা আদায় করতে ইচ্ছার বিরুদ্ধে জমির ক্রেতাদের বাধ্য করা হয়। ঘুষ না দিলে দলিল লেখকদের পাশাপাশি জমির ক্রেতা-বিক্রেতাকে অহেতুক হয়রানির শিকার হতে হয়। প্রতি মাসে এই সাব-রেজিস্ট্রি অফিসে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য হয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার শমসেরনগর এলাকার এক গরিব দিনমজুরের জমির দলিল রেজিস্ট্রির সময় অতিরিক্ত ঘুষ দাবি নিয়ে দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর বখতিয়ার খানের সাথে সাব-রেজিস্ট্রার রহমত উল্ল্যাহ লতিফের বাকবিতণ্ডা ও সভাপতিকে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটে। এ নিয়ে দলিল লেখকদের মাঝে চাপা উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে দুর্নীতিবাজ ঘুষ বাণিজ্যকারী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে দলিল লেখক সমিতি।
জানা গেছে, রহমত উল্ল্যাহ লতিফ কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার হিসাবে যোগদানের পর থেকে ওই অফিসে বেপরোয়া ঘুষ বাণিজ্য চলছে। অফিস সহকারী ও কয়েকজন দলিল লেখকদের মাধ্যমে তিনি ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। নানা অজুহাতে দলীল আটকে ঘুষ নিয়ে অফিস টাইমের শেষের দিকে দলীল সম্পাদন করে থাকেন।
দলিল লেখকরা জানান, হেবা দলিল, বায়না রেজিস্ট্রি, বণ্টননামা দলিল, পাওয়ার অব অ্যাটর্নি, দলিল মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুণ বেশি নেওয়া হচ্ছে। যদি কোনো দলিল লেখক কম মূল্যে দলিল করেন, তবে তাকে বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হয়। যে কোনো দানপত্র দলিল করতে গেলে ওই জমির ৩ ভাগের ১ ভাগের বেশি করার বিধান না থাকলেও মোটা অঙ্কের টাকা নিয়ে ইচ্ছামতো দানপত্র দলিল করেন।
ভুক্তভোগীরা জানান, সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে বর্তমান সাব-রেজিস্ট্রার কাছে। এ নিয়ে বেশ কয়েকবার ঘুষ চাওয়াকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারের সঙ্গে বাকবিতন্ডা হয়েছে দলিল লেখক ও ভুক্তভোগীদের সঙ্গে।
কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রহমত উল্ল্যাহ লতিফ কমলগঞ্জে যোগদানের পর থেকে কর্মস্থলে থাকেন না। বসবাস করেন জেলা সদরে। তার স্ত্রী হলেন জেলার রাজনগর উপজেলা সাব-রেজিস্ট্রার। সম্প্রতি তার স্ত্রীর বিরুদ্ধে কর্মবিরতি পালন করেছেন সেখানকার দলিল লেখকরা। কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার জেলা সদরে অবস্থান করায় কর্মদিবসগুলোতে তিনি জেলা শহর থেকে ভাড়ায় চালিত গাড়ি রিজার্ভ করে কমলগঞ্জ যাতায়াত করেন। জেলা সদরে অবস্থান করায় তার বিরুদ্ধে ইচ্ছামতো অফিসে আসার পাশাপাশি প্রতিনিয়তই বিলম্বে অফিসে আসার অভিযোগ রয়েছে।
তিনি সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার অফিস করেন। সপ্তাহে তিন দিন অফিস থাকলে গড় হিসেবে মাসে ১২ থেকে ১৫ দিনে তাকে গাড়ি ভাড়া গুনতে হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। অনেকেই প্রশ্ন তুলেছেন সাব-রেজিস্ট্রারের মাসিক বেতন কত? এছাড়া তিনি এজলাসে না বসে অফিস রুমের দরজা বন্ধ করে দলিল সম্পাদন করেন বলে অভিযোগ রয়েছে।
কমলগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান বলেন, নিয়ম মাফিক জমির কাগজ পত্র ঠিক থাকলেও ঘুষ ছাড়া কোনো দলিল সাব রেজিস্ট্রার সম্পাদন করেন না। দলিল লেখকদের অভিযোগ সাব রেজিস্ট্রার অফিস সহকারী রতিন্দ্র ভট্টাচার্যের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন করেন। অফিস সহকারী রতিন্দ্র ভট্টাচার্য তার মাধ্যমে ঘুষের লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এদিকে সোমবার বিকালে দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে কমলগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি বখতিয়ার খান।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রহমত উল্ল্যাহ লতিফ ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী কাগজপত্র ঠিক থাকলে কাউকে কোনো ধরনের হয়রানি করা হয় না। তবে সোমবার দলিল লেখক সমিতির সভাপতির সাথে বাকবিতণ্ডার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied