ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিংগাইরে একাধিক গ্রামীণ জনপদের বেহালদশা : জনদুর্ভোগ-ভোগান্তি চরমে


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২২-৬-২০২১ রাত ১০:২৫
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিন যাবৎ সংস্কার কিংবা পুনঃসংস্কারের অভাবে একাধিক গ্রামীণ জনপদ বেহালদশায় পরিণত হয়েছে। এতে বেড়েছে চরম জনদুর্ভোগ ও ভোগান্তি। সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা-জাইল্লা রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল। রাস্তাটি এতটা বেহাল যে, ছোট যানবাহন তো দূরের কথা; হেঁটে যাওয়াটাই যেন সেখানে রীতিমতো বিপজ্জনক। অসুস্থ কোনো রোগী কিংবা কোনো সন্তান সম্ভাবা মায়ের জন্য কোনো রিকসা যেতে রাজি হয় না সহজে । তাছাড়া জনজীবনে জনপদটি বেশ গুরুত্বপূর্ণ। এ এলাকায় রয়েছে সরকারি- বেসরকারি চাকুরিজীবী, ছোট-বড় ব্যবসায়ী, রয়েছে কৃতী শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী লোকজন। এছাড়াও রয়েছে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র।
 
এলাকাবাসীর অভিযোগ, এ এলাকায় ইটের ভাটা নির্মিত হওয়ার পর হতেই যাতায়াতে গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত ভঙ্গুর দশায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত মাটি ও ইটবোঝাই ট্রাক চলাচলে শুকনা মৌসুমে সহ্য করতে হচ্ছে ধুলোবালি। পুরো গ্রাম এমনকি মাঠের ফসলসহ ধুলোবালি উড়ে সাদা হয়ে যায়। আর বর্তমান চলছে বৃষ্টি মৌসুম। বৃষ্টিতে রাস্তাটি চেনা যায় না। চলাচলের পুরো অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ এ জনপদটি। সম্প্রতি এলাকার সচেতন এক নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী মহিদুর রহমান তার ফেজবুকে এ রাস্তাটির জরাজীর্ণতা নিয়ে পোস্ট করলে ভাইরাল হয়ে সাংবাদিকদের নজড়ে আসে। অপরদিকে একই উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর গ্রামের রাস্তাগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কার না করাতে বেহালদশায় পরিণত হয়েছে।
 
জনজীবনে গ্রামীণ জনপদের ভূমিকা অপরিসীম। এলাকার উন্নয়ন অনেকটা যাতায়াতের ওপর নির্ভর করে। এ এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। শাক-সবজি চাষ হচ্ছে বেশিরভাগ জমিতে। সরজমিন দেখা গেছে, শাক-সবজি চাষিরা বিকেলে ক্ষেত থেকে তুলে ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে চলছে মহাকর্মযজ্ঞ। পাশেই ভঙ্গুর রাস্তায় অপেক্ষমাণ মালবাহী ছোট ট্রাক দাঁড় করানো। এ এলাকার ভাটিরচর টু খাশেরচর এবং ভাটিরচর টু ঢাকার সাভারের নদীঘাট পর্যন্ত রাস্তাটি কোথাও কোথাও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর বেশি বেহালদশা খাশেরচর-ভাটিরচর যুবলীগ নেতা কহিনুরের বাড়ি হতে উত্তর ভাটিরচর সীমান্ত এলাকায় যাতায়াতের রাস্তাটি। এমন গ্রামীন জনপদ বহু রয়েছে যেগুলো অতিসত্বর সংস্কার জরুরি। স্থানীয় বাসিন্দাদের যা প্রাণের দাবি সংশ্লিষ্ট কার্যালয়ের প্রতি। 

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান