ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বেকায়দায় মায়েরা

রেলের লাখ কোটি টাকার উন্নয়নেও নেই শিশু কক্ষ!


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১:১৪

”উন্নয়নের মহাসড়কে চলছে দেশ” সরকারের পক্ষ থেকে এমন দাবি করা এবং মধ্যম আয়ের দেশে পৌছানোর রেকর্ড বহন করে মেট্রো রেল, আধুনিক রেল স্টেশন, নতুন নতুন লাইন নির্মাণ ও আধুনিক কোচ আমদানির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মাঝেও স্থান পায়নি নারী শ্রমিকদের ৬ বছরের কম বয়সী শিশুদের রাখার জন্য ”শিশু কক্ষ” । এর ফলে বিপাকে পড়েছে চাকরীরত মায়েরা এমনকি সঠিক কর্মঘন্টার আদায় করতে পারছেনা কর্তৃপক্ষ। উন্নয়নের রোল মডেল দাবি করা এই সময়ে সাধারণ শিশুদেও যত্নে শিশু কক্ষ না থাকায় কর্তা ব্যক্তিদের দায়িত্ব ও কান্ড জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ রেলে কর্মরত শ্রমিকরা। অথচ শ্রম আইনে স্পষ্ট করে বলা হয়েছে ৪০ এর বেশি নারী শ্রমিক কাজ করে এমন অফিসে তাদের ৬ বছরের কম বয়সী শিশুদের দেখাশোনার জন্য শিশু কক্ষ রাখা বাধ্যতামুলক হলেও রেলওয়ে পুর্বাঞ্চলের প্রধান কার্যালয় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি), পাহাড়তলী ডিআরএম অফিস ও সিসিএস অফিসের কোথাও নেই কোন শিশু কক্ষ। শুধু তাই নয় এখানে হাতে গোনা কয়েকটি ছাড়া শৌচাগারগুলোর অবস্থাও খুবই নাজুক। দুর্ঘন্ধ ও ময়লাযুক্ত হওয়ায় ব্যবহারের অনুপযোগী হলেও বাধ্য হয়েই শতশত শ্রমিক তা ব্যবহার করছে। এই নিয়ে শ্রমিকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে অফিসে কর্মরত একাধিক শ্রমিক জানান একজন মা যখন একটি বাচ্চাকে বাসায় রেখে অফিসে আসেন তখন তার মন বাচ্চার কাছেই পড়ে থাকে কাজে তেমন একটা মনযোগ থাকেনা কখন বাসায় যাবে সেই চিন্তায় ছটফট করতে থাকে ফলে সুযোগ পেলেই লাঞ্চের নামে অনেক আগেই বাসায় চলে যায় আবার আসেও অনেক লেট করে। যেখানে একজন মানুষের লাঞ্চ ব্রেক সর্বোচ্চ এক ঘন্টা লাগার কথা সেখানে শিশুদের মায়েরা ৩ ঘন্টা সময় কাটিয়ে দেয় তবু তাদের মন ভরেনা এর ফলে সে অফিসে যতক্ষণ যে পরিমান কাজ করার কথা সে পরিমান কাজ করতে পারেনা। অপর দিকে শিশুরাও মায়ের প্রয়োজনীয় ভালবাসা থেকে বঞ্চিত হয়। স্বাস্থ্যসম্মত শিশু কক্ষ থাকলে যেকোন মায়ের ভেতর দ্রুত বাসায় চলে যাওয়ার প্রবণতা থাকবেনা ফলে সেও কাজ করে শান্তি পাবে অফিসও তার কাছ থেকে পরিপুর্ণ কাজ আদায় করে নিতে পারতো।  
এবিষয়ে রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন আমার চাকরী জীবনের ৪০ বছরের অভিজ্ঞতায় সিআরবিতে শিশু কক্ষ দেখিনি। তবে বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার এবং এই সরকারের আমালে দেশ তথ রেলের ব্যাপক উন্নয়ন সাধিদ হয়েছে এমনকি বর্তমানেও প্রায় ১ লাখ ওেশাটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান আছে এই সময়েও যদি স্বাস্থ্য সম্মত শিশু কক্ষ তৈরি করে না পারে তবে কর্মকর্তাদের গাফিলতি আছে বলে আমি মনে করি। আপনার মাধ্যমে উবর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি এব দ্রুত সময়ের মধ্যে শিশু কক্ষ নির্মাণসহ শ্রমিকদের স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ সৃষ্টির দাবী জানাচ্ছি। একই সাথে টয়লেটগুলো স্বাস্থ্যসম্মত করার পাশাপাশি মনোরম পরিবেশ নিশ্চিত করার দাবী জানাচ্ছি।                   

শিশু কক্ষ বিষয়ে যা আছে শ্রম আইনে:
বাংলাদেশ শ্রম আইনের ৯৪ ধারায় বলা হয়েছে  ( ১ ) সাধারণতঃ চল্লিশ বা ততোধিক মহিলা শ্রমিক নিয়োজিত আছেন এরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে তাহাদের ছয় বৎসরের কম বয়সী শিশু সন্তানগণের ব্যবহারের জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে । ( ২ ) উক্তরূপ কোন কক্ষে যথেষ্ট স্থান সংস্থান , আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকিবে , এবং উহা পরিষ্কার - পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে , এবং কক্ষটি শিশুদের পরিচর্যার জন্য অভিজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার তত্ত্বাবধানে থাকিবে । ( ৩ ) উক্তরূপ কক্ষ শিশুদের মায়েদের জন্য সহজগম্য হইতে হইবে এবং যুক্তিসঙ্গতভাবে যতদূর সম্ভব উহা প্রতিষ্ঠানের এমন কোন অংশের সংলগ্ন বা নিকটে অবস্থিত হইবে না যেখান হইতে বিরক্তিকর ধোঁয়া , ধূলা - বালি বা গন্ধ নির্গত হয় , অথবা যেখানে অতি মাত্রায় শব্দময় কাজ - কর্ম পরিচালিত হয় ।

বাংলাদেশ শ্রম আইন , বিধি ও পদ্ধতি ( ৪ ) উক্তরূপ কক্ষ মজবুতভাবে নির্মাণ করিতে হইবে , এবং ইহার সকল দেওয়ালে ও ছাদে উপযুক্ত তাপ প্রতিরোধক বস্তু থাকিতে হইবে , এবং ইহা পানি - রোধক হইতে হইবে । ( ৫ ) উক্তরূপ কক্ষের উচ্চতা মেঝে হইতে ছাদের সর্বনিম্ন অংশ পর্যন্ত ৩৬০ সেন্টিমিটারের নীচে হইবে না , এবং উহাতে অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ হইবে কমপক্ষে ৬০০ বর্গ সেন্টিমিটার । ( ৬ ) উত্তরূপ কোন কক্ষের প্রত্যেক অংশের জন্য প্রচুর আলো - বাতাস ও মুক্ত বায়ু সঞ্চালনের উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা থাকিতে হইবে । ( ৭ ) উক্তরূপ কোন কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকিবে এবং বিশেষ করিয়া প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকিবে , এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাইবেন বা পরিচর্যা করিবেন , তখন তাহার ব্যবহারের জন্য অন্ততঃ একটি চেয়ার বা এই প্রকারের কোন আসন থাকিতে হইবে , এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকিতে হইবে । ( ৮ ) তুলনামূলক বয়স্ক শিশুদের জন্য একটি উপযুক্ত ঘেরা দেওয়া ছায়াময় উন্মুক্ত খেলার মাঠ থাকিবে : তবে শর্ত থাকে যে , প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোন প্রতিষ্ঠানকে এই উপ ধারার বিধান হইতে অব্যাহতি দিতে পারিবেন যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে উক্তরূপ খেলার মাঠ করার জন্য প্রতিষ্ঠানের যথেষ্ট জায়গা নাই।
রেলওয়ে পুর্বাঞ্চলের অফিস সুত্রে জানা সিআরবিতে প্রায় দেড়শোর কাছাকাছি নারী শ্রমিক কর্মরত আছেন কিন্তু এখানে আগে কখনো শিশু কক্ষ ছিল বা এখনো আছে এমন নজির নেই। তাই দ্রুত সময়ের মধ্যে শিশু কক্ষ স্থাপনের দাবি জানান কর্মচারীরা।
এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পুর্বাঞ্চলের একজন সিনিয়র নারী অফিসার বলেন আমরা প্রায় দেড় বছর আগে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন করেছিলাম এতদিন পরেও তা আলোর মুখ দেখেনি।  
সিআরবিতে শিশু কক্ষ না থাকার বিষষয়টি স্বীকার করে রেলওয়ে পুর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন বলেন সরকার যখন উন্নয়নের রোল মডেল এই সময়ে শিশু কক্ষ না থাকাটা দুঃখজনক তবে খুব শীঘ্রই তা বাস্তবায়নেরও কোন পরিকল্পনা এই মুহুর্তে আমাদের নেই তবে আমি উবর্ধতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই