দালালদের অভয়ারন্য খুলনা বিআরটিএ

দালাল ছাড়া চলছে না খুলনা বিআরটিএ(BRTA)। খুলনা বিআরটিএ অফিসে দালালের অভয়ারণ্যে পরিণত হয়েছে।সরকারী এই অফিসটিকে ঘিরে রয়েছে দালালদের অবাধ বিচরণ। সবখানেই দালালরা নিজেদের কর্মচারী পরিচয় দিয়ে বিচরণ করছে।আর বাইরে থেকে লাইসেন্স করতে আসা সাধারণ মানুষকে বিপাকে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। কোন ব্যক্তি লাইসেন্সের জন্য গেলে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলার আগেই দালালদের খপ্পরে পড়তে হয়। আর এই অফিসে দালাল ছাড়া কোন কিছুই হয়না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।বিআরটিএ এর কর্মকর্তাদের পার্সোনাল সহকারী হিসাবে কাজ করছে দালালরা।
প্রথমত,ড্রাইভিং লাইসেন্স এর সরকার নির্ধারিত ফিহ হলোঃ-লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: –(ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান),(খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান) এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী:-(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী –১৬৮০/-টাকা(০৫ বছরের নবায়ন ফীসহ),(খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)।দ্বিতীয়ত, প্রয়োজনীয় কাগজপত্র:-(১)নির্ধারিত ফরমে আবেদন,(২)রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট(পেশাদারদের জন্য)(৩) ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি,(৪) শিক্ষাগত যোগ্যতার সনদ(পেশাদারদের জন্য),(৫) নির্ধারিত ফী জমাদানের রশিদ,(৬) পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন,(৭) সদ্য,তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি। কিন্তু এসকল কাগজপত্র থাকলেও হচ্ছে না ড্রাইভিং লাইসেন্স।এবার তৃতীয় ধাপে আসি। উক্ত কাগজপত্র থাকলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। বিআরটিএ এর গেটম্যান বলবে কাগজপত্র ঠিক নেই।
ড্রাইভিং লাইসেন্স করার জন্য নির্ধারিত শাখায় গেলে বলা হয় পরে আসুন, অন্য কাউন্টারে যান।কারন একটাই,ভিতরে যারা অফিসার,তারা ঘুষ ছাড়া কাগজপত্র গ্রহণ করেন না।আর ঘুষ দেওয়ার অন্যতম কাউন্টার দালালরা। ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুরতে থাকা এক ভুক্তভোগি বলেছেন,বিআরটিএ কর্তৃপক্ষ চাইলে আলাদা কাউন্টার করতে পারেন, উপরে লেখা থাকবে,ঘুষ এখানে দিন।তার মত সবার বক্তব্য,যদি দালালদের মাধ্যমে কাজ সহজ হয় তাহলে বিআরটিএ-এর গেট বন্ধ করে দিন।দালালদের টাকা দিতে হয় ৭-৮ হাজার টাকা,তাদের কাছে নত হতে হয় নইলে হবে না ড্রাইভিং লাইসেন্স।এরকম দিনে-দুপুরে দূর্নিতীতে ভরে আছে খুলনা বিআরটিএ।কয়েকবার দালালদের গ্রেফতার করলেও আবার শক্তিশালী সিন্ডিকেট দাড় করিয়েছে বিআরটিএ খুলনা সার্কেল কর্তৃপক্ষ।
দৈনিক সকালের সময় এর প্রতিনিধি এ বিষয়ে কথা বলতে গেলে সাক্ষাৎ মেলে নি অফিস প্রধান ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের।জানা যায় বিভিন্ন কাজে তিনি বাইরে রয়েছেন।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
