ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দালালদের অভয়ারন্য খুলনা বিআরটিএ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৪-২০২২ বিকাল ৫:০

দালাল ছাড়া চলছে না খুলনা বিআরটিএ(BRTA)। খুলনা বিআরটিএ অফিসে দালালের অভয়ারণ্যে পরিণত হয়েছে।সরকারী এই অফিসটিকে ঘিরে রয়েছে দালালদের অবাধ বিচরণ। সবখানেই দালালরা নিজেদের কর্মচারী পরিচয় দিয়ে বিচরণ করছে।আর বাইরে থেকে লাইসেন্স করতে আসা সাধারণ মানুষকে বিপাকে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। কোন ব্যক্তি লাইসেন্সের জন্য গেলে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলার আগেই দালালদের খপ্পরে পড়তে হয়। আর এই অফিসে দালাল ছাড়া কোন কিছুই হয়না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।বিআরটিএ এর কর্মকর্তাদের পার্সোনাল সহকারী হিসাবে কাজ করছে দালালরা।

প্রথমত,ড্রাইভিং লাইসেন্স এর সরকার নির্ধারিত ফিহ হলোঃ-লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: –(ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান),(খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা  (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান) এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী:-(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী –১৬৮০/-টাকা(০৫ বছরের নবায়ন ফীসহ),(খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)।দ্বিতীয়ত, প্রয়োজনীয় কাগজপত্র:-(১)নির্ধারিত ফরমে আবেদন,(২)রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট(পেশাদারদের জন্য)(৩) ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি,(৪) শিক্ষাগত যোগ্যতার সনদ(পেশাদারদের জন্য),(৫) নির্ধারিত ফী জমাদানের রশিদ,(৬) পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন,(৭) সদ্য,তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি। কিন্তু এসকল কাগজপত্র থাকলেও  হচ্ছে না ড্রাইভিং লাইসেন্স।এবার তৃতীয় ধাপে আসি। উক্ত কাগজপত্র থাকলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। বিআরটিএ এর গেটম্যান বলবে কাগজপত্র ঠিক নেই।

ড্রাইভিং লাইসেন্স করার জন্য নির্ধারিত শাখায় গেলে বলা হয় পরে আসুন, অন্য কাউন্টারে যান।কারন একটাই,ভিতরে যারা অফিসার,তারা ঘুষ ছাড়া কাগজপত্র গ্রহণ করেন না।আর ঘুষ দেওয়ার অন্যতম কাউন্টার দালালরা। ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুরতে থাকা এক ভুক্তভোগি বলেছেন,বিআরটিএ কর্তৃপক্ষ চাইলে আলাদা কাউন্টার করতে পারেন, উপরে লেখা থাকবে,ঘুষ এখানে দিন।তার মত সবার বক্তব্য,যদি দালালদের মাধ্যমে কাজ সহজ হয় তাহলে বিআরটিএ-এর গেট বন্ধ করে দিন।দালালদের টাকা দিতে হয় ৭-৮ হাজার টাকা,তাদের কাছে নত হতে হয় নইলে হবে না ড্রাইভিং লাইসেন্স।এরকম দিনে-দুপুরে দূর্নিতীতে ভরে আছে খুলনা বিআরটিএ।কয়েকবার দালালদের গ্রেফতার করলেও আবার শক্তিশালী সিন্ডিকেট দাড় করিয়েছে বিআরটিএ খুলনা সার্কেল কর্তৃপক্ষ।

দৈনিক সকালের সময় এর প্রতিনিধি এ বিষয়ে কথা বলতে গেলে সাক্ষাৎ মেলে নি অফিস প্রধান ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের।জানা যায় বিভিন্ন কাজে তিনি বাইরে রয়েছেন।

এমএসএম / এমএসএম

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন

তানোর উপজেলাবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন