ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দুস্থ-অসহায়দের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ৩:৫৩
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে দুস্থ-অসহায়দের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠন। ‘আমরা সবাই এক হবো, আলোকিত মাদকমুক্ত সমাজ গড়ব’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়া কমিউনিটি ক্লিনিকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়াল জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠন। গরিব ও দুস্থ মানুষেরা যারা দিন আনে দিন খায় এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে কোনোকিছু কিনে খাওয়া তাদের জন্য বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনই এক দুঃসময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে গরিব ও দুস্থ পরিবারগুলোর পাশে এসে দাঁড়াল জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনটি। 
 
জানা গেছে, শনিবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়ার কমিউনিটি ক্লিনিকে দুপুর ১২টার দিকে অসহায়, দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত বেশ কয়েক দিনের চলমান অস্থিতিশীল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দিন আনা দিন খাওয়া সমাজের অসহায়দের কষ্ট দেখে নিজস্ব ও সামাজিক অর্থায়নে এই সংগঠনের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় ও দুস্থ পরিবারগুলো ইফতার ও খাদ্যসামগ্রী হাতে পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।
 
ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই দুঃসময়ে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে। আমাদের সমাজ আমাদের সন্তান আমাদের চারপাশের পরিবেশটাকে সৌন্দর্যমণ্ডিত ও সুগঠিত করতে আমাদের সংগঠনের উদ্যোগে প্রথমত আমরা মাদকমুক্ত সমাজ গড়ব এবং এই এলাকায় বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড এই সমাজ থেকে নির্মূল করতে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে ও অসহায় পরিবার ও রোগীদের পাশে দাঁড়াব। আমাদের সংগঠনের মাধ্যমে এই সমাজটাকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমাদের পথচলা। তাই আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনটি ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। কারণ তাদের সততা তাদের নির্ভীকতা তাদের পথ চলতে উদ্ভাসিত করছে। আমরা খোঁজ নিয়ে জানি এই সংগঠনের যারা সদস্য আছেন তারা সবাই মাদকমুক্ত এবং মাদক থেকে দূরে থাকেন বলে আরো বেশি ভাল লাগল। এই সংগঠনের সকল সদস্যরা মিলে সমাজের অসহায় দুস্থ মানুষের খাবারের জোগান দেয়া, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করাসহ সমাজের অনেক জনসচেতনামূলক কাজ করে যাচ্ছেন। এছাড়া ইভটিজিং, কিশোর গ্যাং, মাদকাসক্তসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করতে এই সংগঠনের সদস্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে থানা পুলিশ, যাতে তাদের সংগঠনটি আরো ভালো এবং মজবুত করে সামনের দিকে এগোতে পারে এবং সুন্দর একটি সমাজ সংগঠিত করতে পারে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, আনোয়ার মাস্টার, মতিন মাস্টার, দামুড়হুদা যুবলীগ নেতা মালেক ভূঁইয়া, সাবেক মেম্বার রবিউল ইসলাম, আমিন উল্লাহ, নাজিদুল ইসলাম, আশরাফুল আলম মুকুল জোয়ার্দার এবং জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (কামাল), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আ. সালাম, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আজগর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক শাহ আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিনারুল ইসলামসহ অনেকে।

এমএসএম / জামান

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ