১১০০ বছর আগের মজুদ চাল পরীক্ষায় উদ্ঘাটন হবে ধানের প্রজাতি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি একটি প্রসিদ্ধ ও প্রচীন জনপদ। পূর্বে ‘মলই’ পরগনার অন্তর্ভুক্ত এই কপিলমুনির কয়েক জায়গায় রয়েছে বড় বড় মাটির ঢিবি। স্থানীয়রা বলছেন, এসব মাটির ঢিবির নিচে রয়েছে প্রাচীন কালের বাড়িঘর, প্রাসাদ, মন্দিরসহ বিভিন্ন নিদর্শন। শিংয়েরবাড়ি ঢিবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে উঠে এসেছে নবম হতে দ্বাদশ শতকের স্থাপত্য কাঠামো। ইতোমধ্যে প্রন্ততাত্ত্বিক খননে পাওয়া গেছে বিভিন্ন ধরনের মৃৎপাত্র, মৃৎপাত্রের ভগ্নাংশ, পোড়া মাটির ফলক, প্রতিমার ভগ্নাংশ, অলংকৃত ইট, কড়িসহ বিভিন্ন ধরনের প্রত্নবস্তু।
আনুমানিক ২৫০ মিটার দৈর্ঘ্য ও ১৮০ মিটার প্রস্থের ঢিবির দক্ষিণাংশ খননে একটি বর্গাকার স্থাপত্য কাঠামো স্পষ্ট, যেখানে একটি বর্গাকার কক্ষ উঠে এসেছে। কক্ষটিকে ঘিরে দেয়াল দিয়ে বেষ্ঠিত একটি প্রদক্ষিণ পথ রয়েছে। মাত্র এক মাসের খননে মূল কাঠামোর কোণগুলোতে পাওয়া গেছে কৌণিকভাবে প্রসারিত দেয়াল। ধারণা করা হচ্ছে, আরো বেশি স্থানজুড়ে খনন কার্যক্রম প্রসারিত হলে এর স্বরূপ ও প্রকৃতি অনুমান সম্ভব হবে।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর, রামনগর, নগরশ্রীরামপুর ও রেজাকপুরে বিরাট বিরাট মাটির ঢিবি রয়েছে। বিশেষ করে রেজাকপুর গ্রামে সিংয়ের বাগান ঢিবির বিস্তীর্ন জায়গাজুড়ে রয়েছে ইটের সমাহার। মাটি খুঁড়লেই এখানে পাওয়া যায় বর্গাকার প্রাচীন আমলের ইটের তৈরি ঘর-বাড়ি। আশপাশের লোকজন তাই মাটি খুঁড়ে ইট বের করে তাদের স্থাপনা তৈরির কাজে ব্যবহার করছেন। এমন খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০২০-২১ সালে পাইকগাছা উপজেলায় জরিপ ও অনুসন্ধান কার্যক্রম চালায়। এতে এসব ঢিবি শনাক্ত করা হয়। তবে শিংয়েরবাড়ি ঢিবিটিকে খননে নীতিগত সিদ্ধান্ত নেয় তারা। সে মোতাবেক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (খুলনা ও বরিশাল) আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে গত ১৬ মার্চ এই ঢিবিতে খননকাজ শুরু হয়। প্রায় এক মাস খননকাজের মাঝে সেখানে প্রাচীনকালের বর্গাকৃতি ইটের তৈরি ধ্বংসাবশেষ একটি স্থাপনা দৃশ্যমান হয়েছে। চারপাশে প্রায় ৭ ফুট প্রশস্ত দেয়ালে ঘেরা এ পাকা ঘরের মাঝখানে প্রায় ৬ ফুট বর্গাকার জায়গা রয়েছে। ধারণা করা হচ্ছে, বর্গাকার এই জায়গায় দেব-দেবীদের বিগ্রহ ছিল। খননের সময় এখানে কড়ি, প্রাণীর হাড় ও মাটির তৈরি তৈজসপত্রের ভাঙা অংশ পাওয়া গেছে।
খনন কাজে সংশ্লিষ্ট বাগেরহাট প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ বলেন, খনন কাজ চলছে, এখনো হয়তো মাস খানেক চলবে, এর মধ্যে কতখানি সফলতা আসে দেখা যাক। তবে ধারনা করা যেতে পারে এটা প্রাচীনকালের কোন ধর্মীয় স্থাপনা। স্থানীয়রা বলেছেন, রাজা লক্ষণ সেন অথবা চাঁদ সওদাগরের বাসভবন হতে পারে এটা।
তিনি আরো জানান, খনন কাজে বগুড়ার মহাস্থানগড় থেকে ২ জন ও বাগেরহাট থেকে ৪ জন দক্ষ শ্রমিক আনা হয়েছে। এছাড়া স্থানীয় ৮ জনসহ মোট ১৪ জন শ্রমিক দিয়ে প্রতিদিন খনন চলছে। উদ্ঘাটিত স্থাপত্য কাঠামোর উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব কোণের প্রদক্ষিণ পথের বাইরের দেয়ালের সাথে মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় খাদ্যবস্তু কালো রংয়ের চালের ডিপোজিট পাওয়া গেছে। এই চালের ওপর গবেষণা করলে তৎকালীণ সময়ের ধানের প্রজাতি ও প্রতিবেশের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সময়কাল খ্রি. নবম হতে দ্বাদশ শতক। তবে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তারিত খননকাজ পরিচালনা ও প্রাপ্ত নমুনার বৈজ্ঞানিক পরীক্ষার সম্ভব হলে স্থাপত্য কাঠামোসহ প্রত্নবস্তুর সময়কাল, সেখানে বসবাসকারীদের সম্পর্কে বিষদ ধারণা পাওয়া সম্ভব।
খনন কার্যক্রমের প্রথম দিকে স্থাপত্য কাঠামো দেখে সেটি প্রাচীণ বৌদ্ধ আমলের নিদর্শন বলে ধারণা করা হলেও পর্যায়ক্রমে প্রাপ্ত প্রত্নবস্তু দেখে ক্রমশ বদলে যাচ্ছে ধারণা।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied