ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে অপহরণের তিনমাস পর উত্তরা থেকে অপহৃত কিশোরী উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২২ বিকাল ৬:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের তিনমাস পর দিপ্তী রানী মল্লিক (১৫) নামে কিশোরীকে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী সুজন ওরফে মুন্না (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুজন ওরফে মুন্না কিশোরগঞ্জ জেলার সদর থানার মধ্যপ্যারাভাঙ্গা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার ভাড়াটিয়া। রবিবার সকালে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, দিপ্তী রানী মল্লিক পরিবারসহ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্র্তুজাবাদ এলাকায় একটি ভাড়া থাকেন। দিপ্তী রানী মল্লিক স্কুলে যাওয়ার সময় মুন্না তাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। ২০২১ সালের ১৭ ডিসেম্বর দিপ্তীর রানী মল্লিক স্কুলে যাওয়ার সময় মুন্না তাকে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃতের পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে গত শনিবার রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। 

রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার-৪ 
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে প্যানেল চেয়ারম্যানের ভাতিজার নেতৃত্বে জোর করে তুলে নিয়ে ৫ জন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বাচল ঘেষা কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম সিটি গ্রুপের বালুর চরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শনিবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। 
ধর্ষিতার পরিবার জানান, গত বৃহস্পতিবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী (১৪) বাড়ির সামনে দোকানে সদাই কিনতে গেলে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় একই এলাকার হাসানের ছেলে জহির হোসেন পন্টু, সিরাজুল ইসলামের ছেলে মুন্না, আবুল হোসেনের ছেলে ওসমান, শাহীনের ছেলে সাকিব ও আবুলের ছেলে অনিক। পরে তারা ওই শিক্ষার্থীকে স্থানীয় সিটি গ্রুপের বালুর চরে নিয়ে গিয়ে ৫ পাষন্ড পালাক্রমে গণধর্ষণ করে। পরে তার পরিবার তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে বখাটে সন্ত্রাসীরা ঐ শিক্ষার্থীকে বালু চরে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বালু চরের দিকে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে ধর্ষকেরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। এ ঘটনায় শুক্রবার শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে উক্ত ৫ জনকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে রূপগঞ্জ থানায়  মামলা দায়ের করেন। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঐ ৪ আসামীকে গ্রেফতার করেছে। 
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন