পারিবারিক নির্যাতনে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
গোপালগঞ্জ সদর উপজেলার ১৬নং কাজুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজুলিয়া মধ্যপাড়া গ্ৰামে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হাওলাদারের মেয়ে তানিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।তানিয়া কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের একটি মহিলা মাদ্রাসায় ক্বারীয়ানা পর্যায়ে পড়ালেখা করত। গত ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে ওই ছাত্রীর নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
এ আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পাশাপাশি এই পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যার ঘটনাটিকে ভিন্ন খতে প্রবাহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী লিয়াকত শেখের ছেলে রমজান শেখ (১৮), মোহাম্মদ শেখের ছেলে হেমায়েত শেখ (৫৫) ও আক্তার শেখের ছেলে লিয়াকত শেখকে আসামি করে গোপালগঞ্জ সদর থানার একটি ইভটিজিং করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।
এ আত্মহত্যার ঘটনার বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারেন, গত ১৫ এপ্রিল শুক্রবার দুপুরে প্রতিবেশী লিয়াকৎ শেখের ছেলে রমজান শেখ মৃত তানিয়ার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাকে মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের কথা জানালে তাৎক্ষণিকভাবে ওই ছেলের সঙ্গে কথা কাটাকাটি করে মেয়ে তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে তানিয়া (১৬) বিষপান করে। পরিবারের লোকজন কোন পদক্ষেপ না নিয়ে আলোচনা করে বলে ও মেয়াদোত্তীর্ণ বিষ খেয়েছে, ওতে কিছু হবে না। একপর্যায়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬টায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তানিয়ার মা রাশিদা বেগম মেয়েকে নির্যাতনের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে এলাকার বখাটেদের ইভটিজিং ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।
তবে ১নং আসামির মা রেবেকা বেগম বলেন, আমার ছেলে ওই মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের ঘটনা প্রকাশ করায় ও পূর্বশত্রুতার জের ধরে আমাদের পরিবারের ৩ জনকে ভিত্তিহীনভাবে আসামি করা হয়েছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই গণেশ বিশ্বাস বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক
৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান