ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পারিবারিক নির্যাতনে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:১৬

গোপালগঞ্জ সদর উপজেলার ১৬নং কাজুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজুলিয়া মধ্যপাড়া গ্ৰামে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হাওলাদারের মেয়ে তানিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।তানিয়া কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের একটি মহিলা মাদ্রাসায়  ক্বারীয়ানা পর্যায়ে  পড়ালেখা করত। গত ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে ওই ছাত্রীর নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

এ আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পাশাপাশি এই পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যার ঘটনাটিকে ভিন্ন খতে প্রবাহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী লিয়াকত শেখের ছেলে রমজান শেখ (১৮), মোহাম্মদ শেখের ছেলে হেমায়েত শেখ (৫৫) ও আক্তার শেখের ছেলে লিয়াকত শেখকে আসামি করে গোপালগঞ্জ সদর থানার একটি ইভটিজিং করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।

এ আত্মহত্যার ঘটনার বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারেন, গত ১৫ এপ্রিল শুক্রবার দুপুরে প্রতিবেশী লিয়াকৎ শেখের ছেলে রমজান শেখ মৃত তানিয়ার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাকে মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের কথা জানালে তাৎক্ষণিকভাবে ওই ছেলের সঙ্গে কথা কাটাকাটি করে মেয়ে তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে তানিয়া (১৬) বিষপান করে। পরিবারের লোকজন কোন পদক্ষেপ না নিয়ে আলোচনা করে বলে ও মেয়াদোত্তীর্ণ বিষ খেয়েছে, ওতে কিছু হবে না। একপর্যায়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬টায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তানিয়ার মা রাশিদা বেগম মেয়েকে নির্যাতনের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে এলাকার বখাটেদের ইভটিজিং ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।

তবে ১নং আসামির মা রেবেকা বেগম বলেন, আমার ছেলে ওই মেয়ের একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কের ঘটনা প্রকাশ করায় ও পূর্বশত্রুতার জের ধরে আমাদের পরিবারের ৩ জনকে ভিত্তিহীনভাবে আসামি করা হয়েছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই গণেশ বিশ্বাস বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ