ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মীর সোহরাব হোসেন সৌহার্দ্যের চরিত্র হরণমূলক অপপ্রচার চালিয়ে সম্মানহানী করায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন ওই শিক্ষকের স্ত্রী সানজিদা খান। তিনি গতকাল বুধবার (২০ এপ্রির) খুলনার যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ মোট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ড. মো. জাকির হোসেন। তিনি বলেন, আদালত আগামী ১৮ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

মামলায় মূল অভিযোগ আনা হয়েছে বিতর্কিত পোস্টদাতা মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীর স্ত্রী জেরিন তাসনিম জুঁইয়ের বিরুদ্ধে। এছাড়া বিতর্কিত পোস্ট শেয়ার ও কমেন্ট করার অভিযোগে ঢাকার সবুজবাগ থানার দক্ষিণ রাজারবাগ বাসাবোর এসএম সাইফ আব্দুল্লাহর স্ত্রী প্রজ্ঞা তাপসী খান, মীরপুর পুলিশ কনভেনশন হলসংলগ্ন আতিকুল হাসানের স্ত্রী জান্নাতুল নাইমা, বীরউত্তম এ কে খন্দকার রোডস্থ গুলশান ভবনের কাজী এহসানুল হকের স্ত্রী প্রমা এহসান খান। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা রায় ও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকেও বিবাদী করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ১নং বিবাদী জেরিন তাসনিম জুঁই ২০২০ সালের ৫ অক্টোবর তার ফেসবুক ‘জেরিন.তাসনিম-৩’ নামক আইডিতে অধ্যাপক মীর সোহরাব হোসেন সৌহার্দ্যের বিরুদ্ধে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ পোস্ট করেন। পরবর্তীতে প্রজ্ঞা তাপসী খান, জান্নাতুল নাইমা, প্রমা এহসান খান, অধ্যাপক মৌমিতা রায় ও অধ্যাপক শেখ মাহমুদুল হাসান সেগুলো যাচাই না করেই সমর্থন করে নিজ নিজ ফেকবুক আইডিতে শেয়ার এবং কমেন্ট করেন, যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়। এছাড়াও তাদের এসব অপপ্রচারমূলক শেয়ারের ওপর অনেকেই অপ্রীতিকর নানা মন্তব্য করেন।

মামলায় বাদী সানজিদা খান উল্লেখ করেন, বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীর চরিত্র হরণমূলক অপপ্রচার চালিয়ে তার সম্মানহানী করেছেন। উক্ত কারণে তিনি সামাজিক-পারিবারিক ও কর্মস্থলসহ দেশে-বিদেশে হেয়প্রতিপন্ন হয়েছেন। এ কারণেই ন্যায়বিচার ও প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক মীর সোহরাব হোসেন সৌহার্দ্য বলেন, জেরিন তাসনিম জুঁই ও প্রজ্ঞা খান নামে দুই নারী আমাকে জড়িয়ে ফেসবুকে তাদের কথিত ছোটবেলার কল্পকাহিনীর অবতারণা করেন, যা বাস্তবতা বিবর্জিত এবং যার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি যেসব নোংরা ঘটনার কাল্পনিক গল্প অত্যন্ত অশালীন ভাষায় তারা সাজিয়েছেন, যা শুনলে যে কোনো মানুষের রুচিতেও বাধে। এসব নোংরা কাহিনী প্রচার করে তারা সবার সস্তা সহানুভূতি  ও বাহবা পাওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। আর অন্যরা কোনো ধরনের যাচাই না করেই সেগুলো শেয়ার ও আজেবাজে কমেন্ট করেছেন। এই কারণে তিনি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এমএসএম / জামান

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন