ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাস্তবে রূপ দিয়েছেন : আ স ম ফিরোজ এমপি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ৩:৫০

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেছেন, আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারছেন। আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব মাণচিত্রে অন্যন্য শিখরে অবস্থান করছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই ছিল দেশের গরিব-দু‍খী মানুষের জীবনমানের উন্নয়ন। বঙ্গববন্ধু সেই স্বপ্নই দেখেছিলেন। বরেণ্য রাজনীতিবিদ আবদুল হামিদ খান ভাসানী, হোসন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক এবং ইয়ার মোহম্মদ খানসহ অন্যন্য রাজনীতিবিদগণ ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ নামে এই দলটি প্রতিষ্ঠা করেন। এরপর বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ ছড়িয়ে পড়ে গ্রাম-গ্রামান্তরে। বাংলার মানুষের আস্থার জায়গা হয় বাংলাদেশ আওয়ামী লীগে। বঙ্গবন্ধু বাংলার মানুষের ঘরে ঘরে অসাম্প্রদায়িকতা ও মানবতার বার্তা পৌঁছে দিয়ে মুসলিমলীগের ভন্ডামী খুলে দেন। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে নৌকা মার্কায় ভোট দেন বাংলার মানুষ। আওয়ামী লীগকে গণমানুষের দল হিসেবে পরিণত করতে বঙ্গবন্ধু বহুবার জেল খেটেছেন। ১৯৬৬ সালে ছয় দফায় আওয়ামী লীগ সমর্থন দেয়। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করেন এবং বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। স্বাধীনতার পর ১৫ আগস্টের ঘটনাসহ নানাবিধ চক্রান্তের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলশভাবে কাজ করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। এ কারণেই আজ মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত।

আজ বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ এসব কথা বলেন। আলোচনা সভাটি একপর্যায়ে জনসভায় পরিণত হয়ে যায়। এ সময় তিনি ২১ জুন অনুষ্ঠিত বাউফলের ৯টি ইউপি নির্বাচনে ৮টিতে নৌকা বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানান। একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে সৃষ্ট মতবিরোধ দ্রুত ভুলে সম্মিলিতভাবে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দেন।    

অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক প্রমুখ। আলোচন শেষে আ স ম ফিরোজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এমএসএম / জামান

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক