৯ বছর পর কর্মের মূল্যায়ন নিয়ে আসছে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি
অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯ বছর পর আগামী মে-জুনের মধ্যেই আসছে বহু প্রতিক্ষিত ক্লিন ইমেজের নগর যুবলীগের কমিটি। শুধুমাত্র যারা রাজনৈতিক কাজে সরব রয়েছেন মাঠে ময়দানে এমন নেতাদেরকেই এই কমিটিতে মূল্যায়ন করা হবে বলে দায়িত্বশীল বিশ্বস্ত সুত্র জানিয়েছে। কালো টাকার প্রভাব বা ভাইয়ের দাপট থাকলেও রাজনৈতিক অঙ্গনে বিরচণ নেই এমন কেউই স্থান পাবেনা এই কমিটিতে। ক্ষমতার অপব্যবহার করে দলের চেয়ে নিজের আখের গুছিয়েছেন এমন কেউ যুবলীগের নেতৃত্বে আসতে পারবেনা এমনকি বসন্তের কোকিল বা অতিথি পাখিরাও নয়। দলের জন্য যারা সময় ও শ্রম দিয়েছেন এমন কর্মীদের মুল্যায়ন করে চমক সৃষ্টি করা হবে বলেও জানা গেছে।
সম্প্রতি সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর যুবলীগের কমিটি করার ঘোষণায় অনেকেই চাঙ্গা হয়েছেন আবার দৌড় ঝাাপ বেড়েছে নিস্ক্রিয় ও টাকা ওয়ালা অনেকের। আবার দলের দুঃসময়ে ছাত্রলীগের হাল ধরা অনেক ত্যাগীরাও বর্তমানে নগর যুবলীগের হাত ধরে দলকে আরো শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছেন। যে সময়ে নগর যুবলীগ অনেকটা ঝিমিয়ে পড়েছিল দলীয় তেমন কর্মকান্ড ছিলনা সেই সময়েও সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য দেবশীষ পাল দেবু অনবরত নানা সামাজিক সেবামুলক কর্মকান্ডের পাশাপাশি চালিয়ে নিয়েছেন দলীয় নানা কর্মসুচী যা এখনো চলমান। এছাড়াও বৈশ্বিক মহামারি করোনা চলাকালিন খাদ্য সামগ্রি বিতরণসহ চিকিৎসা সেবায় অসাধারণ ভুমিকা রাখায় ব্যাপক সুনামও রয়েছে এই নেতার।
নগর যুবলীগে পদ-পদবী পেতে দলীয় নানা কর্মসুচীর পাশাপাশি সামাজিক কাজে সক্রিয় আছেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব, মহানগর ছাত্রলীগের ইস্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদার, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, যুবলীগ নেতা প্রনব দাশ, জাবেদুল আলম সুমন, সাখওয়াত হোসেন সাকু,শাহেদ হোসেন টিটু, ওয়াহিদুল আলম শিমুল,কেন্দ্রীয় ছাত্রলীগের কার্য নির্বাহী পরিষদের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমন, সাবেক সদস্য সুরঞ্জিৎ বড়ুয়া লাভু, নুরুল আনোয়ার, মাহাবুবুল হক সুমন ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম. আলম, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া, প্রনব দাশ, এড. আনোয়ার হোসেন আজাদ, কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের সাজ-সজ্জা উপ-কমিটির সদস্য ফসিউল আলম রিয়াদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানি জনি, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সুমন দেবনাথ ও চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিন।
যুবলীগের কোন কমিটিতে টাকার খেলা চলবেনা জানিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নাঈম বলেন দলের জন্য ত্যাগী ও পরিশ্রমীদেরই শুধুমাত্র মুল্যায়ন করা হবে। কোন ভাইয়ের দাপটে বা চোরা পথে কেউই কোন পদে আসতে পারবেনা, দলীয় পদ ব্যবহার করে নিজেদের আখের গোছানোরাতো নয়ই।
চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটির বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল বলেন, সারা দেশে যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয়। যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের দিয়ে প্রতিটি কমিটি সাজানোর পরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃত্বর পরিবর্তন আসবে বলে তিনি জানান।
এব্যপারে নগর যুবলীগের যুগ্ন আহবায়ক দিদারুল আলম বলেন আমি ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত শুধু রাজনীতি করেই কাটিয়েছি। জনসেবার পাশাপাশি দলের জন্য কাজ করতে গিয়ে নিজের জন্য কিছুই করতে পারিনি। আশা করছি দল আমার সঠিক মুল্যায়ন করবে।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, মহানগর যুবলীগের যে অচলাবস্থা এটাকে গতিশীল করতে হলে নতুন নেতৃত্ব দরকার। যুবলীগের যারা দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার দায় নিতে হবে, ব্যর্থতার দায় স্বীকার না করে যারা আবার যুবলীগের পদ পদবী নিতে টানাটানি করতেছে তাদের উচিত যুবলীগ ছেড়ে দেয়া। যুবলীগের সভাপতি/সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবার থেকে হওয়া উচিত এবং পরিবারের সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হওয়া চাই। আমার পিতা মহানমুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধুকে যাকে চাচা বলে ডাকতেন তিনিও চট্টগ্রামের মানুষের কাছে চাচা খালেক নামে খ্যাত আমি তারই সন্তান। আমি যুবলীগের দায়িত্ব পেলে যুবলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি যুবলীগকে একটি কর্মসংস্থান তৈরীতে সহায়ক ও বেকারমুক্ত যুবলীগ করার জন্য কাজ করে যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম জানান, আজ যারা পদ পদবী পাওয়ার জন্য ঘুরতেছে তাদেরকে আমি দলের দুঃসময়ে দেখিনি, অনেককে দলীয় কর্মসূচিতে আসার জন্য বলিলে তারা রাজনীতি করে না বলে জানিয়ে দিত যারা দলের সাথে বেঈমানী করেছে কর্মীদের বিপদে ফেলে চলে গেছে তারাও পদ চান, আমি মহিউদ্দীন চৌধুরীর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে কর্মসূচি পালন করেছি। তবে নবীন প্রবনী সবাইকে নিয়ে যুবলীগের কমিটি হলে ভাল হবে বলে আমি মনে করি।
এব্যপারে চসিকের ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব বলেন আমি ছাত্রলীগ করেছি যুবলীগ করছি একসময় আওয়ামী লীগ করব এর বাইরে তো আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। কর্ম ও ত্যাগের মুল্যান করে কমিটি দেওয়া হলে আশা করছি আমাকে নগর যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত করবেন।
উল্লেখ্য গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর সম্মেলনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও গত ১৯৮৯-৯০ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল, ওই কমিটির সভাপতি ছিলেন নোমান আল-মাহমুদ ও সাধারণ সম্পাদক ছিলেন শফিকুল হাসান। এরপর ২০০৩ সালের জুলাই মাসে মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। ২০১৩ সালের জুলাইয়ে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবলীগ। কিন্তু ৯ বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি সেই আহ্বায়ক কমিটি ।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত