চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ রোগীদের

বিভিন্ন রোগে অসুস্থ ব্যক্তিরা উন্নতি চিকিৎসাসেবা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর থেকে চিকিৎসার জন্য বিভিন্ন হয়রানির শিকার হতে হয় রোগীদের। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীরা। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার, বিদ্যুৎ গেলে অন্ধকারে থাকা, রোগীদের সাথে দুর্ব্যবহার করা, প্রায় সব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না পাওয়ার অভিযোগ রোগীদের। একাধিক ভুক্তভোগী জরুরি বিভাগে ডাক্তার না পাওয়ারও অভিযোগ করেছেন। তারা বলছেন, হাসপাতালের বাইরে চেম্বারে ব্যস্ত থাকেন ডাক্তাররা।
সরেজমিন বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গেলে ভর্তি রোগী ও রোগীর পরিবারের লোকজন জানান, ডাক্তার এখন পর্যন্ত আসেনি বা রাউন্ড দেয়নি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধান আক্ষেপ করে বলেন, পেটেব্যথা নিয়ে গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। এ সময়ে কোনো ডাক্তার আসেননি। এটা হাসপাতাল না গোয়ালঘর, তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
পেটে অপারেশন করা নিয়ে তিন দিন আগে ভর্তি রোগী ফারুকুজ্জামান বলেন, আমরা কী মানুষ না, আমরা কেন সুচিকিৎসা পাব না? একজন মহিলা আসে, দূর থেকে দেখে চলে যায়। ডাক্তারের কোনো ভূমিকা নেই। সরকার হাসপাতাল দিয়েছে গরিব মানুষের উপকারের জন্য। আমাদের একটাই দাবি, ডাক্তার কেন নেই, চিকিৎসা কেন পাই না?
রোগী রেনু বেগম বলেন, ২১ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছি। শুধু দুটি ট্যাবলেট দিয়েছে। তিন দিন আগে ডাক্তার এসে ইনজেকশন দিতে বলেছে। বাইরে থেকে কিনে আনার পর নার্স জানায় সিরিঞ্জ নেই। সিরিঞ্জ কিনে এনেও তিন দিন হলো ইনজেকশন দেয়া হয়নি।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, আমি প্রতিদিন বেলা ১১টায় রাউন্ড দেই। যে রোগী বলেছে চিকিৎসা হচ্ছে না তার বেড নম্বরসহ নিউজ করেন। সমস্যা নেই, আমরা দেখব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারো চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ থাকলে আমাদের লিখিতভাবে জানালে তদন্ত করে দেখব। ডাক্তাররা ঠিক সময়ে রোগী দেখেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, হেলথ কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক রয়েছে। তারা যথারীতি দায়িত্ব পালন করছে। সব ধরনের ওষুধ হাসপাতালে আছে। বিরল কিছু ওষুধ হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে।
এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Link Copied