চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ রোগীদের
বিভিন্ন রোগে অসুস্থ ব্যক্তিরা উন্নতি চিকিৎসাসেবা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর থেকে চিকিৎসার জন্য বিভিন্ন হয়রানির শিকার হতে হয় রোগীদের। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীরা। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার, বিদ্যুৎ গেলে অন্ধকারে থাকা, রোগীদের সাথে দুর্ব্যবহার করা, প্রায় সব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না পাওয়ার অভিযোগ রোগীদের। একাধিক ভুক্তভোগী জরুরি বিভাগে ডাক্তার না পাওয়ারও অভিযোগ করেছেন। তারা বলছেন, হাসপাতালের বাইরে চেম্বারে ব্যস্ত থাকেন ডাক্তাররা।
সরেজমিন বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গেলে ভর্তি রোগী ও রোগীর পরিবারের লোকজন জানান, ডাক্তার এখন পর্যন্ত আসেনি বা রাউন্ড দেয়নি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধান আক্ষেপ করে বলেন, পেটেব্যথা নিয়ে গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। এ সময়ে কোনো ডাক্তার আসেননি। এটা হাসপাতাল না গোয়ালঘর, তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
পেটে অপারেশন করা নিয়ে তিন দিন আগে ভর্তি রোগী ফারুকুজ্জামান বলেন, আমরা কী মানুষ না, আমরা কেন সুচিকিৎসা পাব না? একজন মহিলা আসে, দূর থেকে দেখে চলে যায়। ডাক্তারের কোনো ভূমিকা নেই। সরকার হাসপাতাল দিয়েছে গরিব মানুষের উপকারের জন্য। আমাদের একটাই দাবি, ডাক্তার কেন নেই, চিকিৎসা কেন পাই না?
রোগী রেনু বেগম বলেন, ২১ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছি। শুধু দুটি ট্যাবলেট দিয়েছে। তিন দিন আগে ডাক্তার এসে ইনজেকশন দিতে বলেছে। বাইরে থেকে কিনে আনার পর নার্স জানায় সিরিঞ্জ নেই। সিরিঞ্জ কিনে এনেও তিন দিন হলো ইনজেকশন দেয়া হয়নি।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, আমি প্রতিদিন বেলা ১১টায় রাউন্ড দেই। যে রোগী বলেছে চিকিৎসা হচ্ছে না তার বেড নম্বরসহ নিউজ করেন। সমস্যা নেই, আমরা দেখব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারো চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ থাকলে আমাদের লিখিতভাবে জানালে তদন্ত করে দেখব। ডাক্তাররা ঠিক সময়ে রোগী দেখেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, হেলথ কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক রয়েছে। তারা যথারীতি দায়িত্ব পালন করছে। সব ধরনের ওষুধ হাসপাতালে আছে। বিরল কিছু ওষুধ হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে।
এমএসএম / জামান
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied