ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চাটমোহরে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম ইব্রাহিম


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৩:৫৫

পাবনার চাটমোহরে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান লাভ করেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ইব্রাহিম হোসেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় চাটমোহর মোহাম্মদ আলী হিফজুল কুরআন ক্বওমী মাদ্রাসার হাসানুর রহমান ও তৃতীয় হয়েছেন বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া ক্বওমীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উসামা লোকমান। এটি ছিল চাটমোহরে প্রথমবারের মতো কুরআনের মু’জিযা হিফজুল কুরআন প্রতিযোগিতা।

বুধবার মধ্যাহ্ন থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চাটমোহর শাহী মসজিদ চত্বরে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চারটি গ্রুপে ২১ জন প্রতিযোগী অংশ নেন। আজিজ অ্যান্ড সন্স ও টিম আর স্কয়ারের সৌজন্যে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান মেহমান ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী ও হুফফাজের বিশেষ প্রশিক্ষক ক্বারী জহিরুল ইসলাম। সহকারি বিচারক হিসেবে ছিলেন বোয়ালমারী হাজী আব্দুল্লাহ শিশু সদন ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ নুরুজ্জামান ও আল মাদ্রাসাতুল আমানিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাহমুদুজ্জামান মাসুম।

২০ পারা গ্রুপে প্রথম বেজপারা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জুয়েল রানা হৃদয়, দ্বিতীয় বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া ক্বওমীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তারেক জামিল এবং তৃতীয় বোয়ালমারী হাজী আব্দুল্লাহ শিশু সদন দুস্থ কল্যাণ ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার মারুফ হোসেন।
১০ পারা গ্রুপে প্রথম চড়ইকোল হাফিজিয়া মাদ্রাসার জাহিদ হাসান, দ্বিতীয় চাটমোহর দারুস সুন্নাহ মাদ্রাসার আহসান হোসেন ত্বাসিম ও তৃতীয় চাটমোহর দারুস সুন্নাহ মাদ্রাসার মোঃ হাবিবুল্লাহ।

৫ পারা গ্রুপে প্রথম কুয়াবাসী আলহাজ¦ মহির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার ফজলে রাব্বী, দ্বিতীয় চাটমোহর দারুস সুন্নাহ মাদ্রাসার আব্দুল্লাহ হুসাইন ও তৃতীয় মাদ্রাসায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হাফিজিয়া এতিমখানার নাহিদ হোসেন।
পুরস্কারের মধ্যে ছিল ৩০ পারা গ্রুপের প্রথম পুরস্কার দশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। ২০ পারা গ্রুপের প্রথম পুরস্কার ৪ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। ১০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ৩ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১ হাজার টাকা। ৫ পারা গ্রুপে প্রথম পুরস্কার ২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫০০ টাকা ও তৃতীয় পুরস্কার ১ হাজার টাকা। অর্থ পুরস্কারের সাথে প্রত্যেককে বই, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।

গত ১৭ এপ্রিল প্রতিযোগিতার প্রথম বাছাই পর্ব ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। যেখানে চারটি গ্রুপে ১৭০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৭২ জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত করা হয়। এরপর ২৩ এপ্রিল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড চাটমোহর মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয়া ৭২ জন প্রতিযোগির মাঝ থেকে ২১ জনকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ১২ জন শিক্ষক  বিচারক হিসেবে তাদের বাছাই করেন।
প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিল দ্য রিয়েল জীম। সহযোগিতায় ছিল সালসাবিল ফিলিং স্টেশন, রানা কিংশুক ট্রেডার্স ও ইডেন।

এমএসএম / এমএসএম

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা

ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান

নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২

নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড

নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ

বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন

চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাবের অভিযানে অস্ত্র-কার্তুজ উদ্ধার

তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন - আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া