ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির এবং আইনশৃঙ্খলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার (৮ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায় গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) আবুল বাশার, ৫৮ বিজিবির মেজর তসলিম মো. তারেক, এমওসিএস ডা. মো. মেহেদী হাসান, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আশিক উজ্জামান, সওজর নির্বাহী পরিচালক মো. আনোয়ার পারভেজ, এনএসআইয়ের আক্তারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ শেখ, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন, জাতীয় ভোত্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. তৈয়ব আলী জোয়ার্দ্দার, জাসদের কেন্দ্রীয় নেতা মো. মনোয়ার হোসেন, ঝিনাইদহ জজকোর্টের পিপি মো. ইসমাইল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের (ঝিইউজে) সভাপতি ও ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমল ইসলাম শামীম, মহেশপুর রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী প্রধান সাংবাদিক আব্দুর রহমানসহ জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহ যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশ্লিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা মানবপাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, শহরের ফুটপাথ দখলমুক্ত, যানজট নিরসনসহ জেলার আইনশৃঙ্খলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি প্রধানগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যদের অংশগ্রহণে জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
