ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

১৭ মে ঝিনাইদহ জেলা আ’লীগের সম্মেলন : সভাপতি প্রার্থী ঘোষণা করলেন তৈয়ব আলী জোয়ার্দ্দার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১০:৫৫

আগামী ১৭ মে ঝিনাইদহ জেলা আ’লীগের সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের প্রথম সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার। তিনি জানান, শেখ হাসিনা চাইলে আগামী ১৭ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন।

সভাপতি প্রার্থী তৈয়ব আলী জোয়ার্দ্দারের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৭২ সালের পর ছাত্রলীগ বিভক্ত হয়ে পড়ে। ১৯৭৩ সালে ঝিনাইদহে একটি মিটিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুজিববাদী ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগ বিভক্ত হয়ে যায়। ওই মিটিংয়ে তৎকালীন ঝিনাইদহ মহকুমা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ এবং তরুণ ছাত্রনেতা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দারকে মহকুমা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব দেন। এরপর থেকেই রাজপথে লড়াই চলে বাংলাদেশ ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের। ঝিনাইদহের অধিকাংশ ছাত্রনেতা তখন জাসদ ছাত্রলীগের পক্ষে অবস্থান নেন।

১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার শিকার হলে ২২ ডিসেম্বর বঙ্গবন্ধু হত্যার পতিশোধ নিতে সুন্দরবন থেকে মুর্শিদাবাদ সেক্টরে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতে যান তৈয়ব আলী জোয়ার্দ্দার। এই সেক্টরের দায়িত্বে ছিলেন মোস্তফা মহসিন মন্টু। ২৩ মাস ভারতে থাকার পরে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে দেশে ফিরে এসে গ্রেফতার হন তৈয়ব আলী জোয়ার্দ্দার।  এ সময় ঢাকার কলাকুপা বান্দরা বিশেষ কারাগার ও ময়মংসিংহের মহিলা ক্যাডেট কলেজ বিশেষ কারাগারে ২২ মাস বন্দি থাকেন।

১৯৭১ সালে তৈয়ব আলী জোয়ার্দ্দারের ৪ ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তৈয়ব আলী জোয়ার্দ্দার কারাগারে বন্দি থাকা অবস্থায় বড় ভাই আমিনুল ইসলাম (মুলাম) জোয়ার্দ্দারকে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে নির্মমভাবে হত্যা করে জাসদের গণবাহিনীর সন্ত্রাসীরা। বড় ভাইয়ের মৃত্যুর এক মাস পর কারাগার থেকে সংবাদ পান তৈয়ব আলী জোয়ার্দ্দার। তিনি তার দাফনেও অংশ নিতে পারেননি। কারামুক্ত হয়ে ১৯৭৯ সালে সাংগঠনিক জেলা হিসেবে প্রথম ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন গোলাম সরোয়ার খান সউদ।

তৈয়ব আলী জোয়ার্দ্দার জেলা ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। এর পরে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ একত্রিত হয়ে ছাত্রলীগের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে তৈয়ব আলী জোয়ার্দ্দারের ঘনিষ্ঠ ছাত্রলীগকর্মী সেকেন্দার আলী নিহত হন। আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সেকেন্দারের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসরে গিয়ে কবর জিয়ারত করেন এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেন। কেসি কলেজের সামনে থেকে তৈয়ব আলী জোয়ার্দ্দারের ওপর হামলা করে ছাত্রলীগের বিরোধী পক্ষ। ওই হামলায় ছুরিকাঘাতে ও হকস্টিকের নির্মম প্রহারে মারাত্মক জখম হন তিনি।

ছাত্রলীগ থেকে সরাসরি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান তিনি। এর পরের সম্মেলনে দপ্তর সম্পাদকের দায়িত্ব পান। ১৯৯৭ সালের সম্মেলন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হলে কেন্দ্র থেকে তাকে একক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অ্রাড. আয়ুব হোসেন ও তৈয়ব আলী জোয়ার্দ্দার নেতৃত্ব দিয়ে জেলাব্যাপী আওয়ামী লীগের ব্যাপক সাংগঠনিক প্রসার ঘটান। ২০০৪ সালের সম্মেলনে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

২০১৫ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ১/১১ কিংবা বাকশালকালীনও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে শক্ত অবস্থানে কাজ করেছেন। স্থানীয় নির্বাচনে জেলাব্যাপী দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণার কাজ করে যাচ্ছেন আজও। আগামী ১৭ মে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন।

তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি সততার সাথে। আমি বিশ্বাস করি নেত্রী ও দল আমাকে বিবেচনা করবেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছি। মুজিবনগর সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আজও জয় বাংলা স্লোগানে রাজপথে মিছিল করছি। আমি বিশ্বাস করি নেত্রী আমার মূল্যায়ন করবেন।

এমএসএম / জামান

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ