কোটালীপাড়ায় জামিনে আসার পর বাদীপক্ষের লোকজনের হামলায় আসামির বাবা-মা আহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায জামিনে আসার পর বাদীপক্ষের লোকজনের হামলায় আসামির বাবা কাদের শেখ (৪৫) ও মা মায়া বেগম (৩২) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার লোহারংক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মায়া বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোটালীপাড়া আমলী আদালত গোপালগঞ্জে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোটালীপাড়া থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মায়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলে সুমন শেখ মঙ্গলবার রাত ১১টার দিকে ঘাঘর বাজার থেকে বাড়ি আসার পথে লোহারংক বাজারে মিজান দাড়িয়ার দোকানের কাছে পৌঁছলে সাইফুল দাড়িয়া, মিজান দাড়িয়া, মাসুদ দাড়িয়া, মহিউদ্দিন দাড়িয়া, অহিদ দাড়িয়া, দাউদ দাড়িয়া, ইয়াছিন দাড়িয়া, মন্টু শেখ, সজিব শেখ, জাফর শেখ, সুজন শেখসহ ১০-১২ লোক তার গতিরোধ করে ঘিরে ফেলে। তবে সেখানে তাকে আটকাতে না পেরে বাড়িতে এসে হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করে। এ সময় আমি এবং আমার স্বামী তাদের বাধা দিলে সাইফুল দাড়িয়া আমাকে লোহার দা দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যাচেষ্টা করে। এ সময় আমার স্বামী আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও তারা মারপিট করে গুরতর আহত করে।
তিনি আরো বলেন, এর আগে লোহারংক গ্রামে ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যকে ভোট না দেয়া নিয়ে এবং ৩নং সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে মুছা বিশ্বাস ও জাকির দাড়িয়ার মধ্যে নির্বাচনপরবর্তী সহিংসতায় জাকির দাড়িয়ার সমর্থক জামাল শেখ নিহত হন। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুছা বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এবং উক্ত মামলায় আমার ছেলে সুমন শেখকে ১৪ নাম্বার আসামি করা হয়। গত ২৪ এপ্রিল আমার ছেলে সুমন কারাগার থেকে জামিনে আসে। এরপর তাকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে আমাদের কুপিয়ে হত্যাচেষ্টা করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত
