কোটালীপাড়ায় জামিনে আসার পর বাদীপক্ষের লোকজনের হামলায় আসামির বাবা-মা আহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায জামিনে আসার পর বাদীপক্ষের লোকজনের হামলায় আসামির বাবা কাদের শেখ (৪৫) ও মা মায়া বেগম (৩২) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার লোহারংক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মায়া বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোটালীপাড়া আমলী আদালত গোপালগঞ্জে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোটালীপাড়া থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মায়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলে সুমন শেখ মঙ্গলবার রাত ১১টার দিকে ঘাঘর বাজার থেকে বাড়ি আসার পথে লোহারংক বাজারে মিজান দাড়িয়ার দোকানের কাছে পৌঁছলে সাইফুল দাড়িয়া, মিজান দাড়িয়া, মাসুদ দাড়িয়া, মহিউদ্দিন দাড়িয়া, অহিদ দাড়িয়া, দাউদ দাড়িয়া, ইয়াছিন দাড়িয়া, মন্টু শেখ, সজিব শেখ, জাফর শেখ, সুজন শেখসহ ১০-১২ লোক তার গতিরোধ করে ঘিরে ফেলে। তবে সেখানে তাকে আটকাতে না পেরে বাড়িতে এসে হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করে। এ সময় আমি এবং আমার স্বামী তাদের বাধা দিলে সাইফুল দাড়িয়া আমাকে লোহার দা দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যাচেষ্টা করে। এ সময় আমার স্বামী আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও তারা মারপিট করে গুরতর আহত করে।
তিনি আরো বলেন, এর আগে লোহারংক গ্রামে ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যকে ভোট না দেয়া নিয়ে এবং ৩নং সাধারণ ওয়ার্ডের মেম্বর পদে মুছা বিশ্বাস ও জাকির দাড়িয়ার মধ্যে নির্বাচনপরবর্তী সহিংসতায় জাকির দাড়িয়ার সমর্থক জামাল শেখ নিহত হন। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুছা বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এবং উক্ত মামলায় আমার ছেলে সুমন শেখকে ১৪ নাম্বার আসামি করা হয়। গত ২৪ এপ্রিল আমার ছেলে সুমন কারাগার থেকে জামিনে আসে। এরপর তাকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে আমাদের কুপিয়ে হত্যাচেষ্টা করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক
৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান