ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কোটালীপাড়ায় পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, মহিলাসহ আহত ৪


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:২০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এতে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ইউপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১১ মে) রাতে উপজেলার দক্ষিণ রামশীল গ্রামে।
 
আহত মোহন লাল বাড়ৈ বলেন, প্রতিবেশী পরিমল গুপ্ত তার গরু ও হাসঁ-মুরগি দিয়ে দীর্ঘদিন ধরে গায়ের জোরে আমার জমির ধান খাইয়ে আসছিলেন। এ ঘটনায় কয়েকবার প্রতিবাদ করেছি কিন্তু তাতে তারা কোনো কর্ণপাত করেননি। এ ঘটনাকে কেন্দ্র বুধবার সন্ধ্যার পরে পরিমল গুপ্তের পরিবারের সাথে আমার পরিবারের কথা কাটাকাটি হয়। এর মধ্যেই পূর্বপরিকল্পিতভাবে পরিমল গুপ্ত, অবিলাশ গুপ্ত, অমিত গুপ্ত, প্রসঞ্জিত গুপ্ত, অজয় গুপ্ত ও পলাশ গুপ্তসহ প্রায় ১০০ লোক এসে রামদা, কুড়াল, লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটপাট করে।
 
তিনি আরো বলেন, এ সময় আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমি এবং আমার স্ত্রী ইতি রানী বাড়ৈ (৪০), ছেলে সাগর বাড়ৈ (২২) ও প্রান্ত বাড়ৈকে (১৮) আহত করে। আমরা তাদের হামলার শিকার হয়ে প্রাণ রক্ষার্থে ঘরের উপরে গিয়ে আত্মগোপন করি। খবর পেয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবল হালদার ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য উপানন্দ বালা কয়েকজন লোক নিয়ে এসে আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। 
 
ইউপি সদস্য সুবল হালদার বলেন, মোহন লাল বাড়ৈয়ের বাড়িতে হামলা চলছে- এমন খবর পেয়ে আমরা দুই মেম্বর ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি পরিমল গুপ্তসহ শতখানেক লোক রামদা, কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠিসোঁঠা নিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে আমরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি।
 
এ ঘটনায় মোহন লাল বাড়ৈ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা