সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ঘুরে দাঁড়াচ্ছে কেরুজ কৃষি খামার
চুয়াডাঙ্গা জেলার একমাত্র ঐতিয্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিকল্পনার অভাবে দীর্ঘদিন লোকসান গুনতে হয়েছে। তবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন যোগদান করার পর থেকে কৃষি খামারের দৃশ্য পরিবর্তন হয়ে গেছে।
কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহার সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ঘুরে দাঁড়াচ্ছে কেরুজ কৃষি খামার। ইতোমধ্যে কেরুজ সকল কৃষি খামারের ইনচার্জ দিন-রাত পরিশ্রম করে বিগত দিনের আখ উৎপাদনের গড় ফলনের লক্ষ্যমাত্রাকে পেছনে ফেলে আখ উৎপাদনে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, যা স্মরণকালের সাক্ষী হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী। এবারের আখ উৎপাদনের সফলতার গল্প মুখরিত হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের মাঝে।
কেরুজ আখ উৎপাদনের সফলতা দেখে আগামীতে আখ লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছে অনেকে। ফুরশেদপুর ফার্ম এলাকায় আব্দার, সাব্দার, মোবারেকসহ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, আমরা ফুরশেদপুর ফার্ম এলাকায় বহুদিন ধরে বসবাস করে আসছি । কিন্তু এবার যে ধরণের আখ উৎপাদন করেছে এর আগে কনোদিন ও আমরা এতো ভালো আখ দেখেনি। তারা আখ দেখে অনেক খুশি।
তারা দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদককে জানান, এর আগে কেরুর ফার্মে আখ দেখে চাষিরা আখ লাগানোর আগ্রহ হারিয়ে ফেলেছিল। এবারের আখ দেখে এলাকার লোকজন খুব খুশি এবং আগামীতে আখ লাগানোর আগ্রহ তৈরি হয়েছে। ভালো আখ তৈরি হওয়াতে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ও ব্যবস্থাপক (খামার) প্রতিনিয়ত কেরুজ কৃষি খামার পরিদর্শন করেছে।
কৃষি খামারে ভালো আখ উৎপাদনের খবর হেড অফিস থেকে শুরু করে দপ্তরের বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে সম্প্রতি বিএসএফআইসির উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক-গ্রেড-২ প্রকৌশলী এনায়েত হোসেন ও কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন কেরুজ কৃষি খামার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কেরু এ্যান্ড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, কেরুজ ব্যবস্থাপক(খামার) সুমন কুমার সাহা, ফুরশেদপুর খামার ইনচার্জ্ এমদাদুল হক।
সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে আখ রোপণ করা হয়েছিল ১৪১৫ একর। এ বছর প্রতি একর ফলন হয়েছিল ১১.৬৬ মে. টন। ২০২১-২২ অর্থবছরে আখ রোপণ করা হয়েছিল ৮৮০ একর, এবছর ফলন ছিল ১৩.৬২ মে. টন। ২০২২-২৩ অর্থবছরে আখ রোপণ করা হয়েছে ৯১৫ একর, এ বছর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫-৩০ মে. টন, যা বিগত দিনের তুলনায় দ্বিগুণ।
পরিদর্শনকালে প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, ইনশা আল্লাহ এবার বিগতদিনের তুলনায় অনেক ভালো আখ উৎপাদন করা হয়েছে। আমার চাকরি জীবনে এ ধরনের চিত্র কেরুজ কৃষি খামারে এর আগে কনোদিন দেখিনি। চাকরির শেষ প্রান্তে এসে কেরুজ কৃষি খামরের আখ উৎপাদন দেখে আমি মুগ্ধ।
এ বিষয়ে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আমি যোগদান করার পর খামার তদারকির জন্য প্রত্যেক কৃষি খামারে দুজন করে জিএমকে দেখভালের দায়িত্ব দিয়েছি। খামারের জমির সুষ্ঠু ব্যবহার ও পরিকল্পনা বস্তবায়নের লক্ষ্যে আগামীতে আখের সাথে সাথী ফসল ধনিয়া, মটরশুঁটি, আলু চাষের জন্য বিএডিসিতে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী বছর কৃষি খামর আর্থিকভাবে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা জানান, আমি যোগদান করার পর গত মাড়াই মৌসুমে আখের ফলন তুলনামূলকভাবে অনেক কম ছিল। বিষয়টি মাথায় নিয়ে আমি ও জিএম (প্রশাসন) শেখ সাহাবদ্দিনসহ দুজন জিএমের সহযোগিতায় সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনায় গত বছরের তুলনায় এবার আখ রোপণ করার পর থেকে এখন প্রর্যন্ত আখ অনেক ভালো হয়েছে । আশা করছি এবার ২৫-৩০ মে. টন প্রতি একরে হতে পারে।
তিনি আরো জানান, আমি আসার পর চলতি মৌসুমে দীর্ঘমেয়াদি আখ চাষের শর্তে জমি লিজ থেকে ১ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা, স্বল্পমেয়াদি (৬ মাস)-এর জমি লিজ থেকে ৫০-৬০ লাখ টাকা, আলু ও মসুরি থেকে ৪০-৫০ লাখ টাকা আয় হয়েছে। সেই সাথে ১৫৬ একরে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে। আশা করছি সুষ্ঠু পরিকল্পনার মাধমে কেরুজ কৃষি খামার ঘুরে দাঁড়াবে।
এমএসএম / জামান
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল