ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

প্রশাসনের নামে অবৈধভাবে ইউপি সদস্যের বালু উত্তোলনের অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ৩:৪৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের নামে অবৈধভাবে মাটি খুঁড়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কমিজ উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই ইউপি সদস্যের সাথে কতিপয় পুলিশ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তার যোগসাজশ থাকায় কাউকে হিসাব করেন না তিনি। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

সরকার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভূগর্ভস্থ বা নদীর তলদেশ হতে বালু বা মাটি সংক্রান্ত বিশেষ আইনে ইজারা প্রদান ব্যতীত বালু, মাটি উত্তোলন, পরিবহন, বিপণন ও সরবরাহ নিষিদ্ধ করে। ইতোমধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা ও মাঠ প্রশাসনকে মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে। রংপুর অঞ্চলের পাটগ্রাম উপজেলা ভূমিকম্প ও প্রাকৃতিক দূর্যোগ প্রবণ হওয়ায় বিগত দিনগুলোতে স্থানীয় প্রশাসন ড্রেজার মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করত। তবে বেশ কিছুদিন অভিযান বন্ধ রয়েছে। এ সুযোগে উপজেলার বিভিন্ন জায়গায় চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন।  

স্থানীয়রা জানান, শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ওই ইউপি সদস্য ড্রেজার মেশিন দিয়ে তার নিজের দীঘি-পুকুর খোঁড়ার বলে কথা দিনের পর দিন ৫নং ওয়ার্ডের আউলিয়ারহাট বাজারসংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এ সময় মেশিনের পাইপের মুখে এক ধরনের নেট দিয়ে ৪-৫ জন শ্রমিক পাথর সংগ্রহ করে পাশেই জমিয়ে রাখছেন। পরবর্তীতে তার (কমিজ উদ্দিনের) নির্দেশিত ব্যক্তির নিকট ট্র্যাক্টরের মাধ্যমে বালু ও পাথর বিক্রির জন্য নিয়ে যায় চালকরা।

স্থানীয়ভাবে প্রভাবশালী ও দাপুটে হওয়ায় তার ব্যাপারে কেউ মুখ খুলতে চান না। বেপরোয়া কমিজ উদ্দিন আইন ও বিধি-বিধানের তোয়াক্কা করেন না। এজন্য তিনি প্রশাসন ও কতিপয় সাংবাদিককে মাসোয়ারা দেন বলে দম্ভোক্তি করে বলেন, ‘কিসের তথ্য নেন। কতজন আসলো-গেলো। কী করার ইচ্ছা আছে করেন। আমি ইউএনওর কাছ থেকে অনুমতি নিয়েছি। তিনি পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরিতে ৩০০ ট্রলি বালু চেয়েছেন। তার অনুমতি নিয়েই মেশিন দিয়ে শুধু বালু তুলছি, পাথর নয়। আসেন ব্যবস্থা করব।’  

স্থানীয় আমজাদ হোসেন (৫০) বলেন, কম পাথর ওঠে। আমরা শুনেছি বালু উত্তোলনের জন্য ইউএনও অনুমতি দিয়েছেন। এজন্য কমিজ উদ্দিন মেশিন এনে বালু তুলছেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। বিষয়টি দেখছি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, ‘তাঁর (কমিজ উদ্দিন) কাছে কোনো প্রকার বালু চাওয়া হয়নি। এ ধরনের কোনো কথাই হয়নি। তাঁর অবৈধ বালু উত্তোলন বন্ধে থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেছি।’  

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন