ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সুন্দরগঞ্জে ধান ও খড়ের দখলে সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৪:২০
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঁচা-পাকা সড়কগুলো এখন বোরো ধান ও খড়ের দখলে। বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে ব্যস্ততম সড়কগুলো। এ কারনে প্রতিদিন ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। গত দুই সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পাশাপাশি সড়কে যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা নিদারুণ কষ্টের মধ্যদিয়ে চলাফেরা করছে।
 
উপজেলার গোটা সড়কে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করার কারণে চালকগণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। সে কারণেযানবাহন চালকের সাথে যাত্রীসাধারণের বাকবিতণ্ডা লেগেই আছে প্রতিদিন। গ্রামগঞ্জের কৃষকরা অপরিকল্পিতভাবে বসতবাড়ি নিমার্ণ করার কারণে বাড়ির উঠান না রাখায় সড়ক দখল করে অন্যায়ভাবে ধান মাড়াই, ধান ও খড় শুকানোর কাজে ব্যবহার করছে।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেলে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু করেছেন কৃষকরা। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে ফলন সবচেয়ে ভালো হয়েছে।
 
শান্তিরাম ইউনিয়নের কৃষক তারা মিয়া জানান, বাড়ির উঠান না থাকায় সড়ক ব্যবহার করে ধান মাড়াই, ধান ও পল (খড়) শুকানো হচ্ছে। এতে লোকজনের চলাফেরায় একটু কষ্ট হচ্ছে। তাছাড়া কোনো উপায় নেই। অনেকের বাড়ির উঠান নেই। সে কারণে সড়কের মধ্যে ধান মাড়াই, ধান ও পল শুকাচ্ছে।
 
মোটর বাইক চালক জুয়েল রানা জানান, ধান ও খড়ের উপর দিয়ে বাইক চালানো অত্যন্ত বিপজ্জনক। ব্রেক করলেই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া  মধ্যম গতিতেও বাইক চালানো যাচ্ছে না। মোড় ঘোড়ানোর সময় স্লিপ করে পড়ে যাচ্ছেন অনেক বাইকচালক।
 
থানা সূত্রে জানা গেছে, গত ৩ সপ্তাহের ব্যবধানে সুন্দরগঞ্জের সড়কে দূর্ঘটনায় একজনের মৃত্যু এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার মুল কারণ সড়কে ধান ও খড় শুকানোর জন্য ব্যবহার করা।
 
উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, সড়ক দখল করে ধান মাড়াই, ধান ও খড় শুকানো অন্যায়। তারপরও তা কৃষকরা করছেন। কৃষি অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ এ ব্যাপারে কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। কিন্তু মানছে না অনেকে। স্বপ্নের ফসল ঘরের তোলার জন্য ব্যস্তসময় পার করছে কৃষকরা।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বিষয়টি তার জানা রয়েছে। কৃষি অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান