ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ রাত ১০:২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লোহাগাড়ার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিভাইপি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ  শরীফ উল্যাহ। 
 
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসাইন রোমান খাঁন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুুহাম্মদ আবু বক্কর, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ সমশুল আলম,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ ও চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।  
সভায় বক্তারা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। সভাপতির বক্তব্যে ইউএনও শরীফ উল্যাহ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সাথে সাথে বীর নিবাসের কাজও এগিয়ে যাচ্ছে। ভোটার তালিকা  হালনাগাদকরণ কার্যক্রম, জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। খাস জমির অবৈধ দখল রোধ করতে হবে।  পাহাড়-টিলা এবং কৃষি জমির টপ সয়েল কাটা বন্ধ করতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা,জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,ভেজাল প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি,চোরাচালান বন্ধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে৷ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সকল জনপ্রতিনিধিদের গ্রাম আদালত পরিচালনা আইন ও বিধিমালা অনুযায়ী কাজ করতে হবে।  স্কুলে শিশু ভর্তি ও ঝরে পড়া রোধে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর ও ইজারা ফি প্রদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের উন্নয়নমূলক প্রকল্পসমূহ এবং কার্যক্রম শতভাগ সঠিকভাবে শেষ করতে হবে। পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে ইটভাটাসমূহকে পরিবেশ আইন মেনে চলতে হবে। তিনি আরো বলেন,অগ্নিকান্ডের বিষয়ে সকলকে সচেতন করতে হবে। যেকোন বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।  অন্যায় ভাবে কোন আবদার বা তদবির করা যাবেনা। তবে আমার পক্ষ থেকে সততা,আন্তরিকতার ঘাটতি থাকবেনা ইনশাল্লাহ। অনুষ্ঠানে উপজেলার সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত