ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিসিএস ক্যাডার হওয়ার জন্য বার বার অনুশীলনের বিকল্প নাই


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৪:৫৬

বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস একটি অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সবচেয়ে সম্মানি এবং সবচেয়ে বড় পদের চাকরি হল বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার হতে হাড়ভাঙ্গা পরিশ্রমের প্রয়োজন হয়। নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করতে হয়। এজন্য প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে বারবার অনুশীলনের কোনো বিকল্প নেই।

মো. রাহাত হোসেন ৪০তম বিসিএসে শুল্ক ও আবগারি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি নওগাঁর গয়েশপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বদলগাছী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন।

প্রত্যেকেরই জীবনের কিছু কিছু দিন রয়েছে, যা তার স্মৃতি কে বাধ্য করে মনে রাখতে। ৪০তম বিসিএসে ক্যাডার হওয়া মো. রাহাত হোসেনের জীবনে ৩০ মার্চ দিনটি স্মরণীয়। এই দিনে তিনি বিসিএস ক্যাডার হওয়ার ফলাফল হাতে পান। একটি পিডিএফ ফাইলে আট ডিজিটের একটি পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাওয়াটা যে কতটা প্রশান্তির, তা বলে বোঝানো যাবে না। 

৪০তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলো প্রায় চার লাখ। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। অবশেষে গত ৩০ মার্চ ১৯৬৩ জনকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা হয়। এই দিনে ক্যাডার হওয়ার সৌভাগ্য অর্জন করেন মো. রাহাত।

মো. রাহাত হোসেন মনে করেন, বিসিএসের সিলেবাস অনুযায়ী বোর্ড বই এর বিভিন্ন বিষয় আয়ত্ত্ব করার চেষ্টা করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বিগত বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ অনুশীলন করা। সেই সাথে বাজারের একটি বিসিএস সিরিজের গাইড বই ভালভাবে অনুসরণ করা।

বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ যেমন ভালো মানের বই পড়া, নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস, প্রামাণ্যচিত্র দেখার অভ্যাস এবং বিভিন্ন সংঠনের সাথে কাজ করার অভিজ্ঞতা নিজেকে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করে । মৌখিক পরীক্ষায় নিজের এসব সৃজনশীল গুন আত্মবিশ্বাস  বাড়িয়ে দেয়। বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেকে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ । কারন বিসিএস পরীক্ষার  প্রতিটি ধাপে সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে।বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি,  লিখিত ও মৌখিক পরীক্ষা, এ তিনটি ধাপের প্রতিটিতে নিজের অবস্থান নিশ্চিত করতে মুখোমুখি হতে হবে শক্ত প্রতিযোগিতার। 

বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দুইটি হলো লিখিত ও মৌখিক পরীক্ষা । এ দুইটি ধাপের প্রাপ্ত নম্বরই নির্ধারণ করবে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় একজন প্রার্থীর অবস্থান। লিখিত ও মৌখিক পরীক্ষায় অধিকতর ভালো করার জন্য বিষয়ভিত্তিক পড়ালেখা ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে।লিখিত ও মৌখিক পরীক্ষায় যে বিষয়টি নিজেকে অন্য প্রতিযোগীর চেয়ে অনেক বেশি এগিয়ে রাখবে সেটি হলো সুন্দর উপস্থাপনা।  লিখিত পরীক্ষার উত্তরপত্রের প্রাসঙ্গিক ও দৃষ্টিনন্দন উপস্থাপন বেশী নম্বর পাওয়ার জন্য সহায়ক হবে । এ ক্ষেত্রে মানচিত্র,বিভিন্ন উক্তি ও নির্ভরযোগ্য তথ্য উপাত্ত উত্তরপত্রের উপস্থাপনাকে আরও সমৃদ্ধ করবে।

আর মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই নিজেকে সাবলীল ভাবে উপস্থাপন করার সক্ষমতা আর্জন করতে হবে।

এমএসএম / জামান

বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

বিতর্কের মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা-সংগীত শিক্ষক পদ বাদ

বাঁচতে চায় জবি শিক্ষার্থী নূরনবী, মানবতার টানে এগিয়ে আসুন একটি জীবন বাঁচানোর আহ্বান

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতার অভিযোগে ৭৪ শিক্ষক -কর্মকর্তা- শিক্ষার্থী বহিষ্কার

রসায়ন ছাত্র থেকে বৈশ্বিক পর্যটন নেতৃত্বে আল মামুন

জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জকসু সামনে রেখে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন