ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১২:৩০
জামালপুরের সরিষাবাড়ীতে এক সহকারী শিক্ষককের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে রোবায়েত হোসেন বিপুল নামে ওই শিক্ষকের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
 
অভিভাবক ও বিদ্যালয় সূত্রে প্রকাশ, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল। প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে এসে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। কোমলমতি শিক্ষার্থীদের কোনো পাঠদান না করে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সরকারদলীয় নেতা-কর্মীদের সাথে গড়ে তুলেছেন সখ্যতা। তাদের আশীর্বাদে বিদ্যালয়ে নিজের মনগড়া নিয়মে যাচ্ছেতাই করছেন। তিনি বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করাসহ সরকারি বরাদ্দের টাকা কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছ।। তার নানা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে গত ১৯ এপ্রিল তার ছুরিকাঘাতে আহত হন একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। এ কারণে বিদ্যালয়ের কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এ বিষয়ে আহত শফিকুল ইসলাম গত ১৯ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
 
এছাড়া গত ২১ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহবুবুল আলম মজনু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কারণে লিখিতভাবে আরেকটি অভিযোগ করেন। 
 
অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ে বরাদ্দকৃত প্রকল্পের টাকা কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের ৮ জোড়া বেঞ্চ ও ৭টি চেয়ার বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। তিনি ১টি ক্যারমবোর্ড ও ২টি সিলিং ক্রয় না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তা আত্মসাৎ করেন।
 
এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। গত মঙ্গলবার তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
 
স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মোকাদ্দেস আলী, আব্দুস সালাম, মহর উদ্দিন, আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ে এসে শুধু স্বাক্ষর করেন। পাঠদান করেন না। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া নষ্ট হচ্ছে। তিনি বিএনপি নেতা হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। তিনি দাপটের সাথে সরকারদলীয় নেতাকর্মীদের সাথে ঘুরে বেড়ান। এ কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহবুবুল আলম মজনু বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেন। এছাড়া ভুয়া বিল-ভাউচারে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করাসহ আসবাবপত্র বিক্রি করে দেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, রোবায়েত হোসেন বিপুলের অনিয়ম-দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি ছুরিকাহত হয়েছেন। এখনো তার বিচার পাননি তিনি। 
 
এ ব্যাপারে সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার বেশ সখ্যতা রয়েছে। যে কোনো প্রয়াজনে সবাই তাকে সাড়া দেন। তার এক ফোনকলে হাজারো লোক জমায়েত হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোছনা আক্তার বলেন, তিনি সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুলের বিষয়ে কিছুই বলতে পারবেন না।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুলের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাননি বলে জানান তিনি।

এমএসএম / জামান

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা