সরিষাবাড়ীতে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
জামালপুরের সরিষাবাড়ীতে এক সহকারী শিক্ষককের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে রোবায়েত হোসেন বিপুল নামের ওই শিক্ষকের বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
অভিভাবক ও বিদ্যালয় সুত্রে প্রকাশ, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল। প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে এসে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। কোমলমতি শিক্ষার্থীদের কোন পাঠদান না করে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে গড়ে তুলেছেন সখ্যতা। তাদের আশীর্বাদে বিদ্যালয়ে নিজের মনগড়া নিয়মে যাচ্ছেতাই করছেন। তিনি বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করাসহ সরকারি বরাদ্দের টাকা কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছ।। তার নানা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে গত ১৯ এপ্রিল তার ছুরিকাঘাতে আহত হন একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। এ কারনে বিদ্যালয়ের কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এ বিষয়ে আহত শফিকুল ইসলাম গত ১৯ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া গত ২১ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহবুবুল আলম মজনু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কারণে লিখিতভাবে আরও একটি অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ে বরাদ্দকৃত প্রকল্পের টাকা কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের ৮জোড়া বেঞ্চ ও ৭টি চেয়ার বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। তিনি ১টি কেরামবোর্ড ও ২টি সিলিং ক্রয় না করে ভুয়া বিল-ভাউচার তা আত্মসাৎ করেন।
এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মোকাদ্দেস আলী, আব্দুস সালাম, মহর উদ্দিন, আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ে এসে শুধু স্বাক্ষর করেন। পাঠদান করেন না। এ কারনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া নষ্ট হচ্ছে। তিনি বিএনপি নেতা হয়েও আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। তিনি দাপটের সাথে সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে ঘুরে বেড়ান। এ কারনে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহবুবুল আলম মজনু বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে আত্মসাৎ করেন। এছাড়া ভুয়া বিল-ভাউচারে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করাসহ আসবাবপত্র বিক্রি করে দেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, রোবায়েত হোসেন বিপুলের অনিয়ম দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি ছুরিকাহত হয়েছেন। এখনো তার বিচার পাননি তিনি।
এ ব্যাপারে সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে তার বেশ সখ্যতা রয়েছে। যেকোন প্রয়াজনে সবাই তাকে সাড়া দেয়। তার এক ফোনকলে হাজারো লোক জমায়েত হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোছনা আক্তার বলেন, তিনি সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুলের বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন বলেন, সহকারী শিক্ষক রোবায়েত হোসেন বিপুলের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাননি বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২
কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০
Link Copied