কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ-এর আয়োজনে কবিতা উৎসব
‘জীবন মানে যুদ্ধ, বেঁচে থাকা মানে প্রতিবাদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়ায় বিপ্রতীপ (সাহিত্য কাগজ)-এর আয়োজনে আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন এবং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) দিনব্যপী এ আয়োজনে বিপ্রতীপ কার্যালয় চত্বর আম্রকাননে দুটি পর্বে অনষ্ঠানটি পরিচালনা করা হয়।
প্রথম পর্বে বিপ্রতীপ (সাহিত্য কাগজ)-এর সভাপতি নয়ন বিশ্বাসের সভাপতিত্বে এবং পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল ব্যানার্জির সঞ্চালনায় উপস্থিত গুণীজনদের পরিচিতি ও নয়ন বিশ্বাসের সম্পাদনায় বিপ্রতীপ প্রকাশনা বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন কবি কাসেদুজ্জামান সেলিম।
নয়ন বিশ্বাসের সম্পাদনায় বিপ্রতীপ প্রকাশনা বইটি নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেখক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শফি, শোভনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লেখক ও গবেষক খান এ রহমত, মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পরভেজ, মধুসূদন একাডেমির উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, রঘুনাথপুর কলেজের সহ-অধ্যাপক কবি হুসাইন নূরুল হক, খুলনা বেতারের শিল্পী, চারণকবি, স্বরচিত কবিতা পাঠক মো. বাবুল আহমেদ তরফদার প্রমুখ।
মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় পর্বে কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান ছট্টুর সঞ্চালনায় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। স্বরচিত কবিতা পাঠ করেন- সাতক্ষীরার দিবানিশি কলেজের সহকারী অধ্যাপক কবি শুভ্র আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কবি আব্দুল হামিদ মোল্লা, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কবি কিশোরীমোহন সরকার, সাতক্ষীরা টেক্সটাইল স্কুলের প্রধান শিক্ষক কবি সৌহার্দ সিরাজ, কাজিরহাট কলেজের অধ্যাপক কবি ইদ্রিস আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ইব্রাহীম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, সোহেল পারভেজ, সাংস্কৃতিক কর্মী হাদীউজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত
ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১
জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ
জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা
বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ
সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত
মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক