ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

কচুরি‌‌ পানার দখলে ডাকাতিয়া নদী


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ২:৩৫

ঐতিহাসিক কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজিগঞ্জ, শাহারাস্তি, শ্রী তুলসী, শান্তির বাজার , মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, কুমিল্লা দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী এখন প্রায় মৃত  ।  কচুরি পানা ,ডাকাতিয়া নদী,মেল্লার খাল, গাগুরিয়াখাল,খালেদার খাল,আমতলী খাল সহ  বিভিন্নখাল এখন  কচরি  পানার দখলে। মশার উৎপাত ,পুকা মাকর , সাপ ,বিচ্ছু , জলাবদ্ধতা, বায়ু  দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে আতঙ্কে  জনগণ  । কালের  আবর্তে বিভিন্ন মাঠ থেকে নেমে আসা পলি মাটি ভরাট  হওয়ার কারণে  নদীতে নৌকা , ডিঙ্গি, স্টিমার, চলাচল বন্ধ রয়েছে। কচরিপানা নদী খাল,জাম হয়ে থাকায় মাঠ ও খাল থেকে পানি নামতে পারছেনা ।যেকোনো সময় বন্যায়  বাড়ি ঘরে পানি উঠতে পারে।এক  সময় ব্যবসায়ীরা চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় পাট,ধান, চাউল, আটা, ময়দা,চিনি, পিয়াজ, রৌশন, সহ প্রয়োজনীয় মালা মাল নৌকা , ডিঙ্গি, স্টিমার, ছিল এক মাত্র বাহন। দুই পাড় থেকে অবৈধ দখল আর দূষণে ক্রমেই  ভরাট হয়ে যাচ্ছে ডাকাতিয়া নদী  ।  ১৪০ ফুট প্রশস্ত  এ ‌নদী এখন  ৬০/৭০ফুটে এসে দাঁড়িয়েছে‌  । এতে একটূ বৃষ্টি হলেই  এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনোহরগঞ্জ বাজার ,কালিয়াপুর বাজার ,হামিরাবাগ বাজার, শিং জোর বাজার, লাকসাম সামনির পুল,রাজঘাট সহ কয়েকটি স্থানে ডাকাতিয়া নদী দখল করে নির্মাণ‌ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি,ঘর, টয়লেট, বহুতল ভবন তূলেন  একশ্রেণীর  প্রভাবশালীরা। লাকসাম পৌর এলাকার ফতেপুর, পশ্চিমগাঁও, বিভিন্ন  এলাকার রাইস মিলের  ছাই  ও  বর্জ্য পেলে নদীর অস্তিত্ব বিলন  । ডাকাতিয়া  নদী  থেকে রুই, কাতলা,ষোল,গজার, বোয়াল, শিং,  কই, পুটি,সহ  বিভিন্ন জাতীয় মাছ ধরতেন  নদীর দুই পাড  এর লোকজন ও জেলেরা । জেলেরা  নদীতে বাঁধ দিয়ে  বিয়ালজাল  ,ভেড়জাল , মই জাল,বিভিন্ন পদ্ধতিতে  মাছ সিকার     করতেন। ঝলম  গ্রামের জেলে প্রিয় লাল সাহা  বলেন  আমরা আগে এক সময়  নদীতে  মাছ ধরে বিক্রি করে আমাদের  সংসার চলছে। কিন্তু এখন  নদীতে পানি থাকে না  সুকন্যা মৌসুমে, লালমাই, লাকসাম উপজেলা থেকে  বিষাক্ত পানি আসায় নদীতে মাছ থাকেনা, খালে ,কচরিপানা থাকায়  বেড়,বাঁধ, নৌকা চলাচল করা  যায়না  ।  আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে অনেক কষ্ট হয়  । উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা বলেন  আমি  চেয়ারম্যান দের সাথে কথা বলে ব্যবস্থা  নিব  ।

এমএসএম / এমএসএম

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

পরীক্ষার আগেরদিন রাতেই স্ব স্ব শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ

খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া

ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীপুরে অন্ধ প্রতিবন্ধীরা সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন

উলিপুরে কুড়িগ্রাম রুটে বিপদজনক ভাবে ট্রেনে উঠছে শিশুরা ছিনতাইকারীরা বেপরোয়া

রায়গঞ্জে উন্নত ক্রসব্রীড বকনা পেয়ে উচ্ছ্বসিত ১১২ কৃষক

বাঘা পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত