কচুরি পানার দখলে ডাকাতিয়া নদী

ঐতিহাসিক কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজিগঞ্জ, শাহারাস্তি, শ্রী তুলসী, শান্তির বাজার , মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, কুমিল্লা দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী এখন প্রায় মৃত । কচুরি পানা ,ডাকাতিয়া নদী,মেল্লার খাল, গাগুরিয়াখাল,খালেদার খাল,আমতলী খাল সহ বিভিন্নখাল এখন কচরি পানার দখলে। মশার উৎপাত ,পুকা মাকর , সাপ ,বিচ্ছু , জলাবদ্ধতা, বায়ু দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে আতঙ্কে জনগণ । কালের আবর্তে বিভিন্ন মাঠ থেকে নেমে আসা পলি মাটি ভরাট হওয়ার কারণে নদীতে নৌকা , ডিঙ্গি, স্টিমার, চলাচল বন্ধ রয়েছে। কচরিপানা নদী খাল,জাম হয়ে থাকায় মাঠ ও খাল থেকে পানি নামতে পারছেনা ।যেকোনো সময় বন্যায় বাড়ি ঘরে পানি উঠতে পারে।এক সময় ব্যবসায়ীরা চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় পাট,ধান, চাউল, আটা, ময়দা,চিনি, পিয়াজ, রৌশন, সহ প্রয়োজনীয় মালা মাল নৌকা , ডিঙ্গি, স্টিমার, ছিল এক মাত্র বাহন। দুই পাড় থেকে অবৈধ দখল আর দূষণে ক্রমেই ভরাট হয়ে যাচ্ছে ডাকাতিয়া নদী । ১৪০ ফুট প্রশস্ত এ নদী এখন ৬০/৭০ফুটে এসে দাঁড়িয়েছে । এতে একটূ বৃষ্টি হলেই এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনোহরগঞ্জ বাজার ,কালিয়াপুর বাজার ,হামিরাবাগ বাজার, শিং জোর বাজার, লাকসাম সামনির পুল,রাজঘাট সহ কয়েকটি স্থানে ডাকাতিয়া নদী দখল করে নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি,ঘর, টয়লেট, বহুতল ভবন তূলেন একশ্রেণীর প্রভাবশালীরা। লাকসাম পৌর এলাকার ফতেপুর, পশ্চিমগাঁও, বিভিন্ন এলাকার রাইস মিলের ছাই ও বর্জ্য পেলে নদীর অস্তিত্ব বিলন । ডাকাতিয়া নদী থেকে রুই, কাতলা,ষোল,গজার, বোয়াল, শিং, কই, পুটি,সহ বিভিন্ন জাতীয় মাছ ধরতেন নদীর দুই পাড এর লোকজন ও জেলেরা । জেলেরা নদীতে বাঁধ দিয়ে বিয়ালজাল ,ভেড়জাল , মই জাল,বিভিন্ন পদ্ধতিতে মাছ সিকার করতেন। ঝলম গ্রামের জেলে প্রিয় লাল সাহা বলেন আমরা আগে এক সময় নদীতে মাছ ধরে বিক্রি করে আমাদের সংসার চলছে। কিন্তু এখন নদীতে পানি থাকে না সুকন্যা মৌসুমে, লালমাই, লাকসাম উপজেলা থেকে বিষাক্ত পানি আসায় নদীতে মাছ থাকেনা, খালে ,কচরিপানা থাকায় বেড়,বাঁধ, নৌকা চলাচল করা যায়না । আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে অনেক কষ্ট হয় । উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা বলেন আমি চেয়ারম্যান দের সাথে কথা বলে ব্যবস্থা নিব ।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
