কচুরি পানার দখলে ডাকাতিয়া নদী
ঐতিহাসিক কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজিগঞ্জ, শাহারাস্তি, শ্রী তুলসী, শান্তির বাজার , মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, কুমিল্লা দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী এখন প্রায় মৃত । কচুরি পানা ,ডাকাতিয়া নদী,মেল্লার খাল, গাগুরিয়াখাল,খালেদার খাল,আমতলী খাল সহ বিভিন্নখাল এখন কচরি পানার দখলে। মশার উৎপাত ,পুকা মাকর , সাপ ,বিচ্ছু , জলাবদ্ধতা, বায়ু দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে আতঙ্কে জনগণ । কালের আবর্তে বিভিন্ন মাঠ থেকে নেমে আসা পলি মাটি ভরাট হওয়ার কারণে নদীতে নৌকা , ডিঙ্গি, স্টিমার, চলাচল বন্ধ রয়েছে। কচরিপানা নদী খাল,জাম হয়ে থাকায় মাঠ ও খাল থেকে পানি নামতে পারছেনা ।যেকোনো সময় বন্যায় বাড়ি ঘরে পানি উঠতে পারে।এক সময় ব্যবসায়ীরা চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় পাট,ধান, চাউল, আটা, ময়দা,চিনি, পিয়াজ, রৌশন, সহ প্রয়োজনীয় মালা মাল নৌকা , ডিঙ্গি, স্টিমার, ছিল এক মাত্র বাহন। দুই পাড় থেকে অবৈধ দখল আর দূষণে ক্রমেই ভরাট হয়ে যাচ্ছে ডাকাতিয়া নদী । ১৪০ ফুট প্রশস্ত এ নদী এখন ৬০/৭০ফুটে এসে দাঁড়িয়েছে । এতে একটূ বৃষ্টি হলেই এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনোহরগঞ্জ বাজার ,কালিয়াপুর বাজার ,হামিরাবাগ বাজার, শিং জোর বাজার, লাকসাম সামনির পুল,রাজঘাট সহ কয়েকটি স্থানে ডাকাতিয়া নদী দখল করে নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি,ঘর, টয়লেট, বহুতল ভবন তূলেন একশ্রেণীর প্রভাবশালীরা। লাকসাম পৌর এলাকার ফতেপুর, পশ্চিমগাঁও, বিভিন্ন এলাকার রাইস মিলের ছাই ও বর্জ্য পেলে নদীর অস্তিত্ব বিলন । ডাকাতিয়া নদী থেকে রুই, কাতলা,ষোল,গজার, বোয়াল, শিং, কই, পুটি,সহ বিভিন্ন জাতীয় মাছ ধরতেন নদীর দুই পাড এর লোকজন ও জেলেরা । জেলেরা নদীতে বাঁধ দিয়ে বিয়ালজাল ,ভেড়জাল , মই জাল,বিভিন্ন পদ্ধতিতে মাছ সিকার করতেন। ঝলম গ্রামের জেলে প্রিয় লাল সাহা বলেন আমরা আগে এক সময় নদীতে মাছ ধরে বিক্রি করে আমাদের সংসার চলছে। কিন্তু এখন নদীতে পানি থাকে না সুকন্যা মৌসুমে, লালমাই, লাকসাম উপজেলা থেকে বিষাক্ত পানি আসায় নদীতে মাছ থাকেনা, খালে ,কচরিপানা থাকায় বেড়,বাঁধ, নৌকা চলাচল করা যায়না । আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে অনেক কষ্ট হয় । উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা বলেন আমি চেয়ারম্যান দের সাথে কথা বলে ব্যবস্থা নিব ।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ