কচুরি পানার দখলে ডাকাতিয়া নদী
ঐতিহাসিক কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজিগঞ্জ, শাহারাস্তি, শ্রী তুলসী, শান্তির বাজার , মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, কুমিল্লা দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী এখন প্রায় মৃত । কচুরি পানা ,ডাকাতিয়া নদী,মেল্লার খাল, গাগুরিয়াখাল,খালেদার খাল,আমতলী খাল সহ বিভিন্নখাল এখন কচরি পানার দখলে। মশার উৎপাত ,পুকা মাকর , সাপ ,বিচ্ছু , জলাবদ্ধতা, বায়ু দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে আতঙ্কে জনগণ । কালের আবর্তে বিভিন্ন মাঠ থেকে নেমে আসা পলি মাটি ভরাট হওয়ার কারণে নদীতে নৌকা , ডিঙ্গি, স্টিমার, চলাচল বন্ধ রয়েছে। কচরিপানা নদী খাল,জাম হয়ে থাকায় মাঠ ও খাল থেকে পানি নামতে পারছেনা ।যেকোনো সময় বন্যায় বাড়ি ঘরে পানি উঠতে পারে।এক সময় ব্যবসায়ীরা চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় পাট,ধান, চাউল, আটা, ময়দা,চিনি, পিয়াজ, রৌশন, সহ প্রয়োজনীয় মালা মাল নৌকা , ডিঙ্গি, স্টিমার, ছিল এক মাত্র বাহন। দুই পাড় থেকে অবৈধ দখল আর দূষণে ক্রমেই ভরাট হয়ে যাচ্ছে ডাকাতিয়া নদী । ১৪০ ফুট প্রশস্ত এ নদী এখন ৬০/৭০ফুটে এসে দাঁড়িয়েছে । এতে একটূ বৃষ্টি হলেই এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনোহরগঞ্জ বাজার ,কালিয়াপুর বাজার ,হামিরাবাগ বাজার, শিং জোর বাজার, লাকসাম সামনির পুল,রাজঘাট সহ কয়েকটি স্থানে ডাকাতিয়া নদী দখল করে নির্মাণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি,ঘর, টয়লেট, বহুতল ভবন তূলেন একশ্রেণীর প্রভাবশালীরা। লাকসাম পৌর এলাকার ফতেপুর, পশ্চিমগাঁও, বিভিন্ন এলাকার রাইস মিলের ছাই ও বর্জ্য পেলে নদীর অস্তিত্ব বিলন । ডাকাতিয়া নদী থেকে রুই, কাতলা,ষোল,গজার, বোয়াল, শিং, কই, পুটি,সহ বিভিন্ন জাতীয় মাছ ধরতেন নদীর দুই পাড এর লোকজন ও জেলেরা । জেলেরা নদীতে বাঁধ দিয়ে বিয়ালজাল ,ভেড়জাল , মই জাল,বিভিন্ন পদ্ধতিতে মাছ সিকার করতেন। ঝলম গ্রামের জেলে প্রিয় লাল সাহা বলেন আমরা আগে এক সময় নদীতে মাছ ধরে বিক্রি করে আমাদের সংসার চলছে। কিন্তু এখন নদীতে পানি থাকে না সুকন্যা মৌসুমে, লালমাই, লাকসাম উপজেলা থেকে বিষাক্ত পানি আসায় নদীতে মাছ থাকেনা, খালে ,কচরিপানা থাকায় বেড়,বাঁধ, নৌকা চলাচল করা যায়না । আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে অনেক কষ্ট হয় । উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানা বলেন আমি চেয়ারম্যান দের সাথে কথা বলে ব্যবস্থা নিব ।
এমএসএম / এমএসএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ
আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া
চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫
শালিখায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল
রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল