ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রূপগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৫:৫৯
 নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া থেকে অপহরণ করা এক কিশোর  নাঈমকে (১২) উদ্ধার করেছে পুলিশ। শাওন প্রামানিক  নামের ১ অপহরণকারীকে  গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।  উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঘটনাটি ঘটে।
 
 গত সোমবার  (৩০ মে) সকালে তাকে উদ্ধার করা হয়। আটককৃত অপহরণকারী হলেন, বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দি এলাকার  শাওন প্রামানিক।  পলাতক রয়েছে আরো ২জন অপহরণকারী। তারা হলো, যাত্রামুড়া এলাকার রেজা প্রধানের ছেলে পিঞ্জল প্রধান (১৯), বেড়িবাধ এলাকার আবু ছিদ্দিকের ছেলে ইমামুল(১৮), বর্তমানে তারা যাত্রামুড়া বেড়িবাধ সুইচ গেইট এলাকায় থাকে। 
 
ভুক্তভোগী ও পুলিশসূত্রে জানা যায়, কিশোর নাঈমের বাবা লক্ষীপুর যাত্রীবাহী লঞ্চে কাজ করে। দীর্ঘদিন যাবৎ তার মা কিশোর নাঈমকে নিয়ে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ভাড়া থাকে এবং একটি সোয়েটার ফ্যাক্টরীতে কাজ করেন। কিশোর নাঈম তার মাকে সাহায্য করতে ওয়ান স্টার রেস্টুরেন্টে কাজ করে। গত রবিবার  (২৯ মে) দিবাগত রাতে কিশোর নাঈম কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার পথে অপহরণকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আসামী পিঞ্জল প্রদান  রাত ১টার দিকে কিশোর নাঈমের বাবার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিয়ে মুক্তিপণের টাকা দাবি করেন পিঞ্জল প্রধান । নাঈমের বাবা তার মাকে এ বিষয়টি জানালে তিনি ছেলের মোবাইল নাম্বারে কল দিয়ে বন্ধ পান। বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে সোমবার  (৩০ মে)  সকাল ১০টার দিকে কিশোর নাঈমের মা তারাব বিশ্বরোড এলাকায় ডিউটিরত পুলিশের এসআই আবু হানিফ মিয়াকে এ অপহরণের বিষয়টি জানালে অপহরণকারীদের বিকাশ নাম্বারে কল দিয়ে টাকা দেয়ার কথা বলেন তিনি। পরে অপহরণকারীরা যাত্রামুড়া এলাকার সোনালী পেপার মিলের পাশে একটি বিকাশের দোকানে আসতে বলে। তাদের কথা মতো এসআই আবু হানিফ ও কিশোর নাঈমের মা উক্ত স্থানে গিয়ে শাওন নামে একজনকে দেখতে পান। যে চাঁদার টাকার জন্য দাঁড়িয়েছিল। এসআই আবু হানিক শাওনকে জিজ্ঞাসাবাদ করে অপহৃত নাঈমকে আহত অবস্থায় যাত্রামুড়া সোনালী পেপার মিলের পাশের একটি পরিত্যক্ত তুলা কারখানা থেকে উদ্ধার করে। পুলিশের অবস্থানের কথা জানতে পেরে অপহরণকারী পিঞ্জল প্রদান ও ইমামুল নাঈম কে রেখে পালিয়ে যায়। পরে অপহরণকারী শাওনকে আটক করে রূপগঞ্জ থানায় প্রেরণ করেন । 
 
 এ বিষয়ে অপহৃত কিশোর নাঈমের মা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অপহৃত কিশোর নাঈমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা হয়েছে। আসামি পিঞ্জল প্রদান ও ইমামুল কে গ্রেফতারের চেষ্টা চলছে । 

এমএসএম / এমএসএম

নওগাঁয় টোলমুক্ত ফুলকপির হাট

কোনাবাড়ীতে উচ্ছেদকৃত জমি পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত

মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঁশখালীর গণ্ডামারা আশরাফ আলী সড়কের বেহাল দশা, কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

শিবচর এক্সপ্রেসওয়েতে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: তথ্য প্রযুক্তির সহায়তায় তিন সদস্যের ডাকাত চক্র গ্রেফতার

কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমবেশ অনুষ্ঠিত

শতকোটি টাকার দুর্নীতির বিষয়ে যা বললেন নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন

তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি

বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

হাতিয়ায় স্প্রে পার্টির প্রধান শামীম অস্ত্র সহ গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় সুপারী জব্দ

শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান