ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কোটালীপাড়ায় পোল্ট্রি ব্যবসায় লোকসানের মুখে নিঃস্ব শরিফুল


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:১৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পোল্ট্রি ব্যবসায় লোকসানের মুখে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন শরিফুল মোল্লা। তিনি অনেক স্বপ্ন নিয়ে লাভের আসায় প্রথমে ৮ লাখ টাকা ব্যয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। এর মধ্যে দুই হাজার পিস মুরগি মারা য়াওয়ায় ৪ লাখ টাকা এবং ঘূর্ণিঝড় আসানির আঘাতে দুটি ফার্ম ক্ষতিগ্রস্ত হয়ে আরো ৩ লাখ টাকা লোকসান দেখা দিলে ওই লোকসান কাটিয়ে উঠতে মৎস্য ঘের লিজ নিয়ে মৎস্য চাষ আরোম্ভ করেন।
 
ওই ব্যবসায় ও চার লাখ টাকা লোকসান হলে ঘুরে দাঁরানোর আশায় পুনরায় পাঁচ লাখ টাকা খরচ করে গরুর খামার করে ৯ লাখ টাকার গরু ক্রয় করে ব্যবসা শুরু করলে তাতে ৪ লাখ টাকা লোকসান হয়। ঘূর্ণিঝড় আসানির আঘাতে খামারটি ক্ষতিগ্রস্ত হয়ে আরো পাঁচ লাখ টাকা লোকসান হয়। কোনো ব্যবসায়ই সফলতা আসেনি তার। শুধু লোকসান ছাড়া লাভের মুখ দেখতে পারেননি শরিফুল। বিধিবাম হওয়ায় এবং পোল্ট্রি ব্যবসায়ীদের বাকি লেনদেনের ফলে স্বর্বস্ব হারিয়ে শরিফুল এখন নিঃস্ব হয়ে মানবেতর জিবনযাপন করছেন।
 
শরিফুল মোল্লা উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামের ইসমাইল মোল্লার ছেলে। শরিফুল মোল্লা বলেন, লাভের আসায় অনেক স্বপ্ন নিয়ে ২০১৩ সালে  ৮ লািখ টাকা খরচ করে প্রথমে  চারটি ফার্ম ও পরে পাঁচটি  পোল্ট্রি ফার্ম নির্মাণ করে আটাশীবাড়ি গ্রামে ব্যবসা শুরু করি। এরপর সমানে সমানেই চলছিল ব্যবসা। কিন্তু ২০১৯-২০ সাল থেকে মহামারী করোনা শুরু হলে দুই হাজার মুরগি মরে গিয়ে চার লাখ টাকা লোকসান হয়। এরপর থেকে ব্যবসায় লোকসান কাটিয়ে আর লাভের মুখ দেখতে পারিনি। এই লোকসানের মুখে আবার ঘূর্ণিঝড় আসানির কবলে পড়ে দুটি ফার্ম বিধ্বস্ত হয়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়। পরবর্তীতে পাঁচ  লাখ টাকা দিয়ে গরুর খামার তৈরি করে ৯ লাখ টাকার গরু ক্রয় করে ব্যবসা শুরু করি। করোনার কারণে সেখানেও প্রায় ১৮ লাখ  টাকা লোকসান হয়। এরপর দুই লাখ টাকা দিয়ে ৮টি মৎস্য ঘের লিজ নিয়ে মৎস্য চাষ আরম্ভ করি। সেখানেও চার লাখ টাকা লোকসান হয়। সব মিলিয়ে আমি এখন ৫০ লাখ টাকার লোকসানে আছি। এসব টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করা। এরমধ্যে আশা সংস্থার কাছ থেকে পাঁচ লাখ টাকা ,অগ্রণী ব্যাংক থেকে এক লাখ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ৩০ হাজার টাকা লোন আনা হয়েছে। এছাড়াও পোল্ট্রি ব্যবসায়ীরা কিছু টাকা পাবে।
 
শরিফুল মোল্লা ভারাক্রান্ত কণ্ঠে বলেন, কোনো ব্যবসাতেই আমার সফলতা আসেনি। সব ব্যবসাতেই লোকসান আর লোকসান। ৫০ লাখ টাকা লস করে স্বর্বস্ব হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এদিকে, সুদ ব্যবসায়ী কাওসার খন্দকারের  কাছ থেকে ১ লাখ ১০ হাজার  টাকা সুদে এনে ৩ লাখ টাকা পরিশোধ করতে গিয়েই আমি ক্লান্ত ও সর্বস্বান্ত হয়ে গেছি। তার টাকা পরিশোধ করার পরও শাহিন কাজী আমার তিনটি চেক আটকে রেখেছে এবং কাওসার খন্দকার আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে । বর্তমানে পাওনাদারদের এই টাকা পরিশোধ করার মতো কোনো সামর্থ্য আমার নেই।
 

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা