ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বশেমুরকৃবিতে সামার টার্ম ওরিয়েন্টেশন ও বিশ্ব পরিবেশ দিবস পালিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৪:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার-২২ টার্মে ভর্তিকৃত এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। রোববার (৫ জুন) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। 

এ সময় উপাচার্য নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের অবশ্যই যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবারের পাশাপাশি দেশ ও মানুষের প্রত্যশা পূরণে কাজ করে যেতে হবে। নবাগত ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদক ও র‌্যাগিং বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কেউ এর ব্যত্যয় ঘটালে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।

পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। 

ওরিয়েন্টেশন শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন মাঠে এসে শেষ হয়।

এ দিবস উপলক্ষ্যে লাইব্রেরি প্রাঙ্গণে একটি অরোকেরিয়া গাছের চারা রোপণ করেন ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমদ। তিনি চারা রোপণ শেষে পরিবেশ দিবসের এক সংক্ষিপ্ত আলোচনায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন ও পরিবেশ দিবসের কর্মসূচিতে গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু আশরাফ খান, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. দীনেশ চন্দ্র সাহা এবং রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারসহ নবাগত ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত