ছেলেসহ এশিয়ান ইউনিভাসির্টির ভিসির বিরুদ্ধে দুর্নীতি ও জঙ্গি অর্থায়নের অভিযোগ

এশিয়ান ইউনিভার্সিটির সাবেক ভিসি আবুল হাসান মুহাম্মদ সাদেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন দুর্নীতিবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ঐক্য পরিষদ। সার্টিফিকেট বাণিজ্য, অর্থ পাচার-লুটপাট এবং দুর্নীতির অভিযোগ এনে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রতিকার চেয়ে বাংলাদেশ মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালকের কাছে অভিযোগ দিয়েছেন সংগঠনটি।
আজ মঙ্গলবার (৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ঐক্য পরিষদ।
এ সময় এশিয়ান ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান এবং সিন্ডিকেট সদস্য এইউবি ড. এম. আনিছুর রহমান বলেন, সাবেক ভিসি আবুল হাসান মুহাম্মদ সাদেক, তার স্ত্রী সালেহা সাদেক ও তাদের ছেলে ট্রাস্ট চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি-অনিয়ম, আয়কর ফাঁকিসহ ১০ হাজার কোটি টাকা এফডিআর ও পাচার করে জঙ্গি অর্থায়ন এবং ঢাকাতে ১০০ বিঘা জমিসহ অসংখ্য ফ্ল্যাট বাসা ক্রয় করেছে।
তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর গত ১৬ বছরে যথাযথ প্রক্রিয়ায় সরকারি অডিট না হওয়ায় সাবেক ভিসি আবুল হাসান এম সাদেক, ট্রাস্ট চেয়ারম্যান জাফার সাদেক, ট্রাস্ট সদস্য সালেহা খাতুন আয়কর ফাঁকি দিয়ে সীমাহীন দুর্নীতি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার ও নামে বেনামে কয়েক শতাধিক এফডিআর করেছে। ঢাকাসহ আশেপাশে ১০০ বিঘার উপরে জমি, নামে বেনামে ফ্লাট-বাড়ি কিনে অবৈধ সম্পদের কালো পাহাড় গড়ে তুলেছেন। গত ২৬ বছরে দুর্নীতির মহোৎসবে মেতে ছিলেন তারা।
ড. এম. আনিছুর রহমান বলেন, সাবেক ভিসি সাদেক ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত মিথ্যা তথ্য দিয়ে ১৬ বছর ভিসি’র দায়িত্বে ছিলেন। তার ছেলে জাফার সাদেক এইউবি ট্রাস্ট এর চেয়ারম্যান বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের অর্থ নিজ নামে হাতিয়ে নিয়েছেন। ১৯৯৬ সাল থেকে প্রোভিসি ও ট্রেজারার এবং ২০১২ সাল থেকে ভিসি পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত কোন ব্যক্তি না থাকায় সাদেক ও জাফার সাদেক সীমাহীন দুর্নীতি করেছেন।
তিনি আরো বলেন, ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত কোন সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক কোনো অডিট না হওয়ায়, নিজেরা যোগসাজসে অবৈধভাবে প্রোভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে। জাফার সাদেক ট্রাস্টের চেয়ারম্যান হয়েও লাভজনক ৮টি পদ একা দখল করে আছে এবং সাদেক নিজে ভিসি পরিচয়ে গত ৯ বছর প্রতারণা করে শুধু অর্থ হাতিয়েছেন। যেমন, জাফার সাদেক ট্রাস্ট চেয়ারম্যান হয়েও অবৈধভাবে আইকিউএসি এর ডিরেক্টর হয়ে এইচইকিউপি প্রোজেক্টের সরকারি কোটি টাকা কোন কাজ ছাড়াই গায়েব করে ফেলেছে। এছাড়াও তিনি ট্রাস্টের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে মাসে ৭৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় ধরে আত্মসাৎ করে আসছেন।
ড. এম. আনিছুর রহমান বলেন, খন্ডকালীন শিক্ষকদের বেতন কোর্সপ্রতি সেমিস্টারপ্রতি ৬ হাজার টাকা। খন্ডকালীন শিক্ষকদের ১০ শতাংশ ভ্যাট কাটা হলেও তা সম্বন্ধে কেউ কিছু বলতে পারে না। দুর্নীতির সুবিধার জন্য বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় বাসে অগ্নিসংযোগ পেট্রোল সন্ত্রাসী জঙ্গি এস এম ইয়াসিন আলীকে ট্রাস্টের ভুয়া সদস্য দেখিয়ে নীতি নির্ধারনী কমিটি ও সিন্ডিকেটের সদস্য করে, কিন্তু‘ সে ট্রাস্টের সদস্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড প্রাপ্ত রাজাকার কামারুজ্জামানের বিশেষ সহযোগী ক্যাডার এসএম ইয়াসিন, সার্টিফিকেট বাণিজ্যের হোতা সাদেকের পিএস বোমা সন্ত্রাসী মাহবুবুর রহমান, বোমা সন্ত্রাসী জাকির হোসেন। প্রধানত তাদের মাধ্যমে চলছে সকল দুর্নীতি ও জঙ্গি অর্থায়নের কাজ। এরা দরিদ্র ঘরের লোক প্রত্যেকেই রাতারাতি গাড়ি, বাড়ি, ফ্লাট ও ইন্ডাস্ট্রির মালিক বনে গেছেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা নিজেদের মনমতো, সুবিধামতো ও যোগসাজসে অডিট রিপোর্ট তৈরি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিলেও তা গৃহীত হয়নি।
নিজেদের অনিয়ম, দুর্নীতি ও জঙ্গি অর্থায়নের বিষয়ে এইউবি’র ট্রাস্ট এর চেয়ারম্যান জাফার সাদেক বলেন, যারা অভিযোগ দিচ্ছে তারা নিজে থেকেই আর ভার্সিটিতে আসছে না। তারা এখন ইউজিসি’তে অভিযোগ দিয়ে মানববন্ধন করছে। তবে অনিয়ম, দুর্নীতি ও জঙ্গি অর্থায়নের বিষয়ে মিথ্যা বলেই ফোন কেটে দেন। পরে এই প্রতিবেদক তাকে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ বলেন, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত করতে আমরা কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তাদের সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিবে। প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / সাদিক পলাশ

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান

আ’লীগের সভাপতি এখনো অধ্যক্ষ পদে বহাল, ফ্যাসিস্টদের পুর্ণবাসনে করছেন অর্থায়ন

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয় উদ্ধার ও লেক সবুজায়নের দাবিতে বিএনপির মানববন্ধন

তেজগাঁও কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘TMS Short Film Screening 2025’

মোজো সরবরাহ কর্মীকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পরলো আর রহমান ফার্মাসীর ৩ কর্মচারী

তারেকউজ্জামান খানের স্বপ্নের উত্তরা পাবলিক লাইব্রেরি

মানবপাচার চক্রের ৫ জনকে গ্রেপ্তার, তদবির বানিজ্যে এএসআই কাইয়ুম
Link Copied