ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৩:৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির দলিল করে দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এটা আত্মহত্যা না হত্যা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এলাকায়। তবে নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, আত্মহত্যার ঘটনা নিছক গুজব। এটা পরিষ্কার হত্যা। কারণ আত্মহত্যা করলে নিহতের গলায় ফাঁস লাগানো রশি থাকত, কিন্তু তার গলায় কোনো রশি ছিল না। এ ঘটনায় মামলা করা হবে বলে জনিয়েছেন নিহতের ভাই বিদ্যুৎ বিশ্বাস। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে। পুলিশ রাতে  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
নিহতের ভাই বিদুৎ বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ১০-১২ বছর আগে নিঃসন্তান আমার বোন মিনু বিশ্বাসকে শিমুলবাড়ী গ্রামের হরমোহন বাড়ৈয়ের ছেলে মনিন্দ্র বিশ্বাস হিন্দু ধর্মীয় মতে বিয়ে করে এবং আমার বোন মিনু বিশ্বাসের নামে ৯ কাঠা জমি দলিল করে দেয়। কিছুদিন আগে থেকে ওই ৯ কাঠা জমি আমার বোনজামাই মনিন্দ্র বাড়ৈ বিক্রি করে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। আমার বোন জমি বিক্রি করতে রাজি না হলে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে খবর পাই আমার বোন গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এসে দেখি আমার বোনের মৃতদেহ একটি খাটের ওপর রাখা হয়েছে এবং তারা পুলিশকে খবর না দিয়ে নিজেরাই নাকি ওই রশিটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আমার ধারণা, সম্পত্তির লোভে আমার বোনজামাই মনিন্দ্র বাড়ৈ এবং তার পরিবারের লোকজন মিলে আমার বোন মিনু বিশ্বাসকে শ্বাসরোধে হত্যা করে ঘরের পেছনের বারান্দার আড়ার সাথে রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে।
 
অভিযোগের বিষয়টি সরেজমিনে গিয়ে জানতে চাইলে নিহত মিনু বিশ্বাসের স্বামী মনিন্দ্র বাড়ৈ সাংবাদিকদের বলেন , আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার একবছর পর নলুয়া গ্রামের উপেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে মিনুর সাথে ১০/১২ বছর পুর্বে হিন্দু ধর্মীয় মতে আমার বিবাহ হয় এবং তখন আমি তার নামে জিবন সত্ত হিসেবে আমার ৯ কাঠা জমি দলিল করে দেই।
 
তিনি বলেন, নানা ধরনের সমস্যা ছিল মিনুর শরীরে। এ নিয়ে আমি তাকে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে চিকিৎসা করিয়েছি। আমার প্রথম স্ত্রীর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মেয়ের পাশের গ্রামে বিয়ে হয়েছে, ছেলের বউ আমার কাছেই থাকে।
 
মনিন্দ্র বাড়ৈ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সোমবার মিনুর রান্না শেষ হলে ১১টার দিকে দুজনেই সকালের খাবার খাই। খাবার খেয়ে আমি ঘরের দক্ষিণ পাশের বারান্দার পূর্ব পাশের চৌকিতে শুয়ে পড়ি। এ সময় পাশের বাড়ির সুনীল বাড়ৈয়ের স্ত্রী  মিনুর সাথে কথা বলছিল। হঠাৎ করে দুপুর ১টার দিকে ঘরের উপরে আম পড়ার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। জেগে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনের বারান্দায় গিয়ে দেখতে পাই মিনু আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তখন আমি ডাক-চিৎকার দিলে পাশের বাড়ির ভাতিজা জয়দেব বাড়ৈ ও  গোপাল বাড়ৈ দৌড়ে এসে তাকে রশি কেটে নিচে নামালে জীবিত ছিল। পরে চৌকির ওপর নিযে রাখলে সে মারা যায়।
 
এদিকে, সরেজমিন গিয়ে নিহতের গলায় কোনো রশি দেখা যায়নি। 
 
শিমুলবাড়ী ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য নিখিল বাড়ৈ বলেন, মনিন্দ্র আমার জামাই হয়। মাসি মারা যাওয়ার পর মিনুকে বিযে করেন। একবার মিনু মাসি গুল খেয়েছিলেন। এছাড়া মাসির নামের বাড়ি বিক্রি করার পরিকল্পনা করেছিলেন জামাই। এ নিয়ে দুজনার মধ্যে একটু মনেমালিণ্য হয়েছিল। গত এক সপ্তাহ আগে আবার মাসি তার দলিল খুঁজে না পেলে তার সন্দেহ হয়েছিল, তার জমি আবার জামাই কিছু করেছে কি-না। সেটাও ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু আবার ঠিক হয়ে গেছে। আমার জানামতে এছাড়া তো তাদের মধ্যে আর কোনো বড় ধরনের সমস্যা ছিল না। 
 
মঙ্গলবার (৭ জুন) ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি মো. ওমর শরিফ বলেন, রশি পুড়িয়ে ফেললেও নিহতের গলায় রশির দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সবকিছু জানা যাবে।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ