ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কমলগঞ্জে জাতীয় পার্টির নেতার ছেলে ছাত্রলীগের সভাপতি প্রার্থী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:৭
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির ছেলে হামিম মাহমুদ জয় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হয়েছেন। গত ২২ মে সভাপতি পদে তিনি জেলা ছাত্রলীগের কাছে তার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। হামিম মাহমুদ জয় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
জানা যায়, সভাপতি প্রার্থী হামিমের বাবা কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তার আপন চাচা আব্দুল মুমিন ছিলেন পৌর বিএনপির সাবেক নেতা। অপর এক চাচা উপজেলা জামায়াতের সভাপতি এবং আরেক চাচাতো ভাই পৌর ছাত্রশিবিরের সভাপতি পদে রয়েছেন। এছাড়া হামিমের সাথে ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মীদের নিবিড় সম্পর্কের কথা বাতাসে উড়ছে।
 
কমলগঞ্জ উপজেলা যুবলীগের এক নেতা বলেন, একজন জামায়াত নেতার ভাতিজা ও জাতীয় পার্টির নেতার ছেলে যদি ছাত্রলীগের সভাপতি হয়, তবে ছাত্রলীগের অপূরণীয় ক্ষতি হবে।
 
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, হামিম মাহমুদ জয়দের মতো নেতা যদি বঙ্গবন্ধুর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আসে, তাহলে এ সংগঠনকে কুলষিত করবে।
 
এদিকে উপজেলা আওয়ামী লীগের এক নেতা অভিযোগ করে বলেন, গত উপজেলা ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর নৌকার বিরুদ্ধে কাজ করেন হামিম মাহমুদ জয়। আওয়ামী লীগের প্রার্থীর বিরোধিতাকারী ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় তার অতীত কর্মকাণ্ড সামনে চলে আসে।
 
জেলা ছাত্রলীগের কাছে কমলগঞ্জের ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের দাবি, জয়কে নতুন কমিটিতে নেয়ায় আগে তার ব্যাপারে যেন ভালো করে খোঁজখবর নেয়া হয়। যারা ছাত্রলীগের কমিটিতে থেকেও আওয়ামী লীগের ঘোর বিরোধিতা করেছে তাদের যেন নতুন কমিটিতে রাখা না হয়।
 
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সভাপতি প্রার্থী হামিম মাহমুদ জয় বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতিতে বিগত ২০০৭ সাল থেকে অদ্যাবধি সক্রিয়ভাবে কাজ করে আসছি। সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করি।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পরিবারের কেউ কখনো জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। আমরা বংশপরম্পরায় স্বাধীনতার পক্ষের লোক হিসাবে এলাকায় সর্বজনস্বীকৃত। মূলত আমি যাতে সভাপতি না হতে পারি, এজন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
 
এ বিষয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কারো বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কোনো পদ-পদবী দেয়া হবে না।

এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ