কমলগঞ্জে জাতীয় পার্টির নেতার ছেলে ছাত্রলীগের সভাপতি প্রার্থী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির ছেলে হামিম মাহমুদ জয় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হয়েছেন। গত ২২ মে সভাপতি পদে তিনি জেলা ছাত্রলীগের কাছে তার জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। হামিম মাহমুদ জয় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সভাপতি প্রার্থী হামিমের বাবা কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তার আপন চাচা আব্দুল মুমিন ছিলেন পৌর বিএনপির সাবেক নেতা। অপর এক চাচা উপজেলা জামায়াতের সভাপতি এবং আরেক চাচাতো ভাই পৌর ছাত্রশিবিরের সভাপতি পদে রয়েছেন। এছাড়া হামিমের সাথে ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মীদের নিবিড় সম্পর্কের কথা বাতাসে উড়ছে।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের এক নেতা বলেন, একজন জামায়াত নেতার ভাতিজা ও জাতীয় পার্টির নেতার ছেলে যদি ছাত্রলীগের সভাপতি হয়, তবে ছাত্রলীগের অপূরণীয় ক্ষতি হবে।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, হামিম মাহমুদ জয়দের মতো নেতা যদি বঙ্গবন্ধুর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আসে, তাহলে এ সংগঠনকে কুলষিত করবে।
এদিকে উপজেলা আওয়ামী লীগের এক নেতা অভিযোগ করে বলেন, গত উপজেলা ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর নৌকার বিরুদ্ধে কাজ করেন হামিম মাহমুদ জয়। আওয়ামী লীগের প্রার্থীর বিরোধিতাকারী ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় তার অতীত কর্মকাণ্ড সামনে চলে আসে।
জেলা ছাত্রলীগের কাছে কমলগঞ্জের ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের দাবি, জয়কে নতুন কমিটিতে নেয়ায় আগে তার ব্যাপারে যেন ভালো করে খোঁজখবর নেয়া হয়। যারা ছাত্রলীগের কমিটিতে থেকেও আওয়ামী লীগের ঘোর বিরোধিতা করেছে তাদের যেন নতুন কমিটিতে রাখা না হয়।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সভাপতি প্রার্থী হামিম মাহমুদ জয় বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতিতে বিগত ২০০৭ সাল থেকে অদ্যাবধি সক্রিয়ভাবে কাজ করে আসছি। সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পরিবারের কেউ কখনো জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। আমরা বংশপরম্পরায় স্বাধীনতার পক্ষের লোক হিসাবে এলাকায় সর্বজনস্বীকৃত। মূলত আমি যাতে সভাপতি না হতে পারি, এজন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কারো বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কোনো পদ-পদবী দেয়া হবে না।
এমএসএম / জামান

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
Link Copied