ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কেশবপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ২:২

যশেরের কেশবপুরে মুদিখানা দোকানে গোখাদ্য বিক্রি ও অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুদিখানা দোকানে গোখাদ্য বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (৭ জুন) বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন।

একই দিনে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই দিন অপর একটি দোকানে লাইসেন্স ছাড়া গোখাদ্য বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে। পাঁজিয়া বাজারের ব্যবসায়ী শাহিনুর রহমান তার মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করে আসছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ১৮৬০-এর ২৬৯ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের ব্যবসায়ী মশিয়ার রহমানের দোকানে গোখাদ্য বিক্রি করার লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০-এর ৪ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁজিয়া বাজারের দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন বলেন, মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করলে সেটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। যারা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের সামগ্রী বিক্রি করে আসছেন তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমন অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে যশোরের কেশবপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা বাজারে একটি গুদামে অবৈধভাবে ৬০ মেট্রিক টন ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ব্যবসায়ী স্বপন মজুমদার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনার সত্যতা প্রমাণ পান। এ সময়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, অবৈধভাবে ধান মজুদের প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে