কেশবপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশেরের কেশবপুরে মুদিখানা দোকানে গোখাদ্য বিক্রি ও অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুদিখানা দোকানে গোখাদ্য বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (৭ জুন) বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন।
একই দিনে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই দিন অপর একটি দোকানে লাইসেন্স ছাড়া গোখাদ্য বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে। পাঁজিয়া বাজারের ব্যবসায়ী শাহিনুর রহমান তার মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করে আসছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ১৮৬০-এর ২৬৯ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারের ব্যবসায়ী মশিয়ার রহমানের দোকানে গোখাদ্য বিক্রি করার লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০-এর ৪ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁজিয়া বাজারের দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন বলেন, মুদিখানা দোকানে একই সাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করলে সেটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। যারা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের সামগ্রী বিক্রি করে আসছেন তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমন অভিযান পরিচালনা করা হবে।
অন্যদিকে যশোরের কেশবপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা বাজারে একটি গুদামে অবৈধভাবে ৬০ মেট্রিক টন ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ব্যবসায়ী স্বপন মজুমদার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনার সত্যতা প্রমাণ পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, অবৈধভাবে ধান মজুদের প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
