পাবনায় মতিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরায় আওয়ামী লীগকর্মী আব্দুল মতিন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বুধবার (৮ জুন) সকালে সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ বিক্ষোভ মিছিল বের হয়ে সাঁথিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা এ ঘটনায় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে দায়ী করে তার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে হারুন অর রশিদ বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই আমাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বার বার চেষ্টা করেও পারেনি। নির্বাচনের সময় আমি নৌকার প্রার্থী হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত ছিল। এরপর থেকে বিভিন্ন সুয়োগে আমাকে হত্যা চেষ্টা করেছি। সেদিন (শনিবার) মূলত আমাকে হত্যা করাই তার মূল উদ্দেশ্যে ছিল। কিন্তু ভাগ্যক্রমে আমি সেদিন ছিলাম না। আমাকে না পেয়ে তারা আমার সহকারী মতিনকে কুপিয়ে হত্যা করে। আর আমার ভাইকে হত্যার চেষ্টা করে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস শুকুর মন্ড, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, আ.লীগ নেতা উজ্জল প্রমুখ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার (৪ জুন) রাতে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির কর্মচারী ও আ.লীকর্মী আব্দুল মতিনকে (৩০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় হারুন অর রশিদের ভাই জুয়েল রানাকে কুপিয়ে হত্যা করতে চাইলে তিনি পাশের ইছামতি নদীতে ঝাঁপে দিয়ে প্রাণ রক্ষা করেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হারুন অর রশিদ বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে প্রধান আসামি করে ১৮-১৯ জনের নামে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন বিকেলেই উপজেলার সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে এক সহযোগীসহ চেয়ারম্যান হাফিজুর রহমানকে গ্রেফতার করে সাঁথিয়া থানা পুলিশ।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
