ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

লামা উপজেলায় দ্বিখণ্ডিত গরুসহ ৩ চোর আটক


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:৩৮
বান্দবানের লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। এ সময় লেগুনা গাড়ি (ছাড়পোকা) থেকে জবাইকৃত মস্তকবিহীন ‍একটি গরুর বস্তাবন্দি দ্বিখণ্ডিত অংশসহ তিন চোরকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার (২৬ জুন) বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। শনিবার সকাল ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতিরছড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কাটা গরুর অংশ ও চোরদের আটক করা হয়। 
 
আটককৃত গরু চোররা হলো- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. তৌহিদ ড্রাইভার (২৪) ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতিরছড়া এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে মো. শাহেদ প্রকাশ জুয়েল (১৯)। 
 
গরুর মালিক নুর মোহাম্মদ জানান, ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষিজমিতে তার পালিত কালচে খয়েরি ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসেন। বিকেল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা গরুটি পায়নি। শনিবার সকাল ৭টায় লোকমুখে খবর পায় তার চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত করে প্লাস্টিকের দুটি বস্তায় ঢুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে তিন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা তিন চোরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শত শত মানুষ গরু চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হন। পরে জবাইকৃত মস্তকবিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামিকে থানায় নিয়ে আসি।    

এমএসএম / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার