লামা উপজেলায় দ্বিখণ্ডিত গরুসহ ৩ চোর আটক

বান্দবানের লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। এ সময় লেগুনা গাড়ি (ছাড়পোকা) থেকে জবাইকৃত মস্তকবিহীন একটি গরুর বস্তাবন্দি দ্বিখণ্ডিত অংশসহ তিন চোরকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার (২৬ জুন) বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। শনিবার সকাল ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতিরছড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কাটা গরুর অংশ ও চোরদের আটক করা হয়।
আটককৃত গরু চোররা হলো- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. তৌহিদ ড্রাইভার (২৪) ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতিরছড়া এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে মো. শাহেদ প্রকাশ জুয়েল (১৯)।
গরুর মালিক নুর মোহাম্মদ জানান, ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষিজমিতে তার পালিত কালচে খয়েরি ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসেন। বিকেল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা গরুটি পায়নি। শনিবার সকাল ৭টায় লোকমুখে খবর পায় তার চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত করে প্লাস্টিকের দুটি বস্তায় ঢুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে তিন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা তিন চোরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শত শত মানুষ গরু চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হন। পরে জবাইকৃত মস্তকবিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামিকে থানায় নিয়ে আসি।
এমএসএম / জামান

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Link Copied