নজর কেড়েছে শিশইল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার
নজর কেড়েছে মান্দা উপজেলার পরানপুর ইউপির শিশইল উচ্চ বিদ্যালয়ের লাল সবুজের পতাকা সম্মলিত শহীদ মিনারটি।
জাতির শ্রেষ্ঠ সন্তান প্রয়াত বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে শহীদ মিনারের বিকল্প নেই। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা অবশ্যক। কিন্তু মান্দা উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। দু একটা প্রতিষ্ঠানে শহীদ মিনার দেখা গেলেও নামমাত্র।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিশইল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার দেখা গেছে।
শহীদ মিনারটি যে কোন ব্যক্তি দৃষ্টি আকর্ষণ করবে এবং সেই সাথে মন কাড়বে। আসলে গ্রামের ভিতরের শিক্ষা প্রতিষ্ঠানে এমন শহীদ মিনার চোখে পড়ে না।
শহীদ মিনারটি দেখে জানতে ইচ্ছে হলো,কিভাবে এত সুন্দর মিনারটি করেছেন প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশিল কুমার প্রামাণিক,ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাসেম এবং বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমানের সহযোগিতা ও প্রচেষ্টায় ২ লক্ষাধিক টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করেছেন প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষীরা।
শহীদ মিনারটি অত্র প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে
মাথা উঁচু করে দাড়িয়ে আছে সুগৌরবে। মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে রয়েছে স্থানীয় সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দীন প্রামাণিকের সার্বিক সহযোগিতা এবং হস্তক্ষেপ। সেই সাথে প্রতিষ্ঠানের ঐকান্তিক প্রচেষ্টা ও অর্থায়ণে শহীদ মিনারটি নির্মিত হয়েছে।
নির্মিত মিনারটির বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশিল কুমার প্রমাণিক- স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক কে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন প্রবীণ রাজনীতিবিদ আছেন বলে আমরা প্রত্যেকে সহযোগিতা পাচ্ছি। উনার সহযোগিতা না পেলে হয়তো শহীদ মিনারটি নির্মিত হতো না।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ জানান, শহীদ মিনার প্রত্যেক বিদ্যালয়ে থাকা অবশ্যক।সব প্রতিষ্ঠানকে শহীদ মিনার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া আছে।অধিকাংশ প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও মান সম্মত নয়।
এমএসএম / এমএসএম
দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম
নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস
হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা
এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী
শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ
তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা
শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল
তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা
চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন
হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা