ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কলেজ শিক্ষার্থীর ফেসবুকে আত্মহত্যা করার স্ট্যাটাস ভাইরাল


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১:১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর কাছে স্ত্রীর পূর্ণ মর্যাদা পেতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন শীলা হালদার (২৮) নামে এক কলেজ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রীর কাছে আবেদনের বিষয়টি সম্পর্কে শিলা হালদার বলেন, আমার বর্তমান ঠিকানা মিরপুরের পাইকপাড়া। আমার বাসায় বসে হিন্দু ধর্মীয় মতে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের মৃত পূর্ণচন্দ্র বসুর ছেলে গোপালগঞ্জ  জেলা পরিষদের সাবেক সদস্য দেবদুলাল বসু পল্টুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমাকে বিবাহ করার সময় তার প্রথম স্ত্রী ও পুত্র-কন্যার কথা গোপন রেখে আমাকে বিবাহ করে এবং স্বামী-স্ত্রী হিসেবে ৪ বছরের অধিক সময় একত্রে বসবাস করে আসছি। কিন্তু বিয়ের কিছুদিন পর জানতে পারি- তার স্ত্রী, পুত্র ও কন্যাসন্তান  রয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি জেনে আমি বিষ্মিত হই এবং কান্নায় ভেঙে পড়ি। তখন তাকে জিজ্ঞাসা করলে আমার কাছে সে ক্ষমা চেয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তাকে ক্ষমা করে দেই। এরপরও তার সাথে আমার সম্পর্কের কোনো ফাটল ধরেনি। এরমধ্যে আমি দুবার মা হওয়ার উপক্রম হই। কিন্তু সে দুবারই আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলে এবং আমি বাচ্চা নিতে চাইলে সে অনীহা প্রকাশ করে বাসা ভাড়া  ও টেলিফোন বন্ধ করে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়।

শিলা হালদার তার আবেদনে আরো উল্লেখ করেন, দেবদুলাল বসু পল্টু মাসে ২০-২৫ দিন আমার কাছে থাকত। সকাল-দুপুর-বিকেল একসঙ্গে খেতাম। বিভিন্ন জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেত। এভাবে আমার সাথে ৪ বছরের অধিক সময় ঘর-সংসার করেছে।

শিলা হালদার আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত প্রার্থনা, আমি যাহাতে স্ত্রীর পূর্ণ মর্যাদা নিয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে সংসার করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা করতে সদয় আজ্ঞা হন।’

শিলা হালদার বলেন, প্রধানমন্ত্রীর কাছে করা আবেদন সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও, ঢাকা, মহাপরিচালক ডিজিএফআই, ক্যান্টনমেন্ট ঢাকা, মহাপরিচালক এনএসআই, ১/ সেগুনবাগিচা ঢাকা, ডিসি গোপালগঞ্জের কার্যালয়ে অনুলিপি প্রদান করলেও এখনো তার কোনো   সমাধান পাননি। এ কারণে আমি নিরুপায় হয়ে ফেসবুকে এই স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি। 

ফেসবুকে শিলা হালদারের স্ট্যাটাসটিতে বক্তব্য হলো-

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু (পল্টু) ৪ বছরেরও অধিক আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে একটা বাসায় রেখে নিয়মিত যোগাযোগ করেছে। এক সাথে থেকেছে এখন সে আমাকে খারাপ মেয়ে বলতেছে। সে আমাকে অস্বীকার করতেছে। আমার কাছে ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টসগুলো তখনই সংগ্রহ করি সে ভবিষ্যতে আমার সাথে প্রতারণা না করতে পারে। সে একটা প্রতারক তার স্ত্রী ছেলে-মেয়ে আছে এটা আমাকে বলে নাই। যখন আমি জানতে পারলাম ওর ছেলে মেয়ে আছে  ও প্রতারক ভবিষ্যতে  আমার সাথে প্রতারণা করতে পারে। দেবদুলাল বসু এখন ঠিক সেটাই করেছে। এখন সে আমাকে অস্বীকার করেছে।সে টাকা দিয়ে সাংবাদিকদের লেখা বন্ধ করে রেখেছে। প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ  করার চেষ্টা করেছে।  ফেসবুকে আমাকে খারাপ মেয়ে বলে স্ট্যাটাস দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই স্ত্রীর অধিকার চাই। প্রশাসন দেব দুলাল বসুকে অবিলম্বে গ্রেফতার করে যদি এর বিচারের ব্যবস্থা না করে তাহলে আমি আত্মহত্যা করব। উল্লেখ্য আমার কাছে অনেক ভিডিও অডিও রয়েছে সময় হলে জনসমক্ষে প্রকাশ করব।  (শিলা হালদার)।

শিলা হালদার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন হালদারের মেয়ে। বর্তমানে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন ।

এ বিষয়ে শিলা হালদারের সাথে কথা হলে তিনি বলেন ,দেবদুলাল বসু পল্টু আমার সাথে ৪ বছর ধরে সংসার করেছে। তিনি এখন আমায় নিয়ে অনেক বাজে মন্তব্য ও লেখালেখি করায় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। যদি সে আমায় স্ত্রী মর্যাদা না দেয় তাহলে আমি আত্মহত্যা করব।

ফেসবুকে স্ট্যাটাসের বিষয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সাথে শিলা হালদারের সাথে কোনো সম্পর্ক নেই। সে কী করবে সেটা আমার দেখার বিষয় নয়।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাণীশংকৈলে জামায়াতের মিছিল-সমাবেশ

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ