ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কলেজ শিক্ষার্থীর ফেসবুকে আত্মহত্যা করার স্ট্যাটাস ভাইরাল


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১:১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর কাছে স্ত্রীর পূর্ণ মর্যাদা পেতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন শীলা হালদার (২৮) নামে এক কলেজ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রীর কাছে আবেদনের বিষয়টি সম্পর্কে শিলা হালদার বলেন, আমার বর্তমান ঠিকানা মিরপুরের পাইকপাড়া। আমার বাসায় বসে হিন্দু ধর্মীয় মতে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের মৃত পূর্ণচন্দ্র বসুর ছেলে গোপালগঞ্জ  জেলা পরিষদের সাবেক সদস্য দেবদুলাল বসু পল্টুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমাকে বিবাহ করার সময় তার প্রথম স্ত্রী ও পুত্র-কন্যার কথা গোপন রেখে আমাকে বিবাহ করে এবং স্বামী-স্ত্রী হিসেবে ৪ বছরের অধিক সময় একত্রে বসবাস করে আসছি। কিন্তু বিয়ের কিছুদিন পর জানতে পারি- তার স্ত্রী, পুত্র ও কন্যাসন্তান  রয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি জেনে আমি বিষ্মিত হই এবং কান্নায় ভেঙে পড়ি। তখন তাকে জিজ্ঞাসা করলে আমার কাছে সে ক্ষমা চেয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তাকে ক্ষমা করে দেই। এরপরও তার সাথে আমার সম্পর্কের কোনো ফাটল ধরেনি। এরমধ্যে আমি দুবার মা হওয়ার উপক্রম হই। কিন্তু সে দুবারই আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলে এবং আমি বাচ্চা নিতে চাইলে সে অনীহা প্রকাশ করে বাসা ভাড়া  ও টেলিফোন বন্ধ করে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়।

শিলা হালদার তার আবেদনে আরো উল্লেখ করেন, দেবদুলাল বসু পল্টু মাসে ২০-২৫ দিন আমার কাছে থাকত। সকাল-দুপুর-বিকেল একসঙ্গে খেতাম। বিভিন্ন জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেত। এভাবে আমার সাথে ৪ বছরের অধিক সময় ঘর-সংসার করেছে।

শিলা হালদার আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত প্রার্থনা, আমি যাহাতে স্ত্রীর পূর্ণ মর্যাদা নিয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে সংসার করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা করতে সদয় আজ্ঞা হন।’

শিলা হালদার বলেন, প্রধানমন্ত্রীর কাছে করা আবেদন সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও, ঢাকা, মহাপরিচালক ডিজিএফআই, ক্যান্টনমেন্ট ঢাকা, মহাপরিচালক এনএসআই, ১/ সেগুনবাগিচা ঢাকা, ডিসি গোপালগঞ্জের কার্যালয়ে অনুলিপি প্রদান করলেও এখনো তার কোনো   সমাধান পাননি। এ কারণে আমি নিরুপায় হয়ে ফেসবুকে এই স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি। 

ফেসবুকে শিলা হালদারের স্ট্যাটাসটিতে বক্তব্য হলো-

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু (পল্টু) ৪ বছরেরও অধিক আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে একটা বাসায় রেখে নিয়মিত যোগাযোগ করেছে। এক সাথে থেকেছে এখন সে আমাকে খারাপ মেয়ে বলতেছে। সে আমাকে অস্বীকার করতেছে। আমার কাছে ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টসগুলো তখনই সংগ্রহ করি সে ভবিষ্যতে আমার সাথে প্রতারণা না করতে পারে। সে একটা প্রতারক তার স্ত্রী ছেলে-মেয়ে আছে এটা আমাকে বলে নাই। যখন আমি জানতে পারলাম ওর ছেলে মেয়ে আছে  ও প্রতারক ভবিষ্যতে  আমার সাথে প্রতারণা করতে পারে। দেবদুলাল বসু এখন ঠিক সেটাই করেছে। এখন সে আমাকে অস্বীকার করেছে।সে টাকা দিয়ে সাংবাদিকদের লেখা বন্ধ করে রেখেছে। প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ  করার চেষ্টা করেছে।  ফেসবুকে আমাকে খারাপ মেয়ে বলে স্ট্যাটাস দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই স্ত্রীর অধিকার চাই। প্রশাসন দেব দুলাল বসুকে অবিলম্বে গ্রেফতার করে যদি এর বিচারের ব্যবস্থা না করে তাহলে আমি আত্মহত্যা করব। উল্লেখ্য আমার কাছে অনেক ভিডিও অডিও রয়েছে সময় হলে জনসমক্ষে প্রকাশ করব।  (শিলা হালদার)।

শিলা হালদার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন হালদারের মেয়ে। বর্তমানে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন ।

এ বিষয়ে শিলা হালদারের সাথে কথা হলে তিনি বলেন ,দেবদুলাল বসু পল্টু আমার সাথে ৪ বছর ধরে সংসার করেছে। তিনি এখন আমায় নিয়ে অনেক বাজে মন্তব্য ও লেখালেখি করায় আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। যদি সে আমায় স্ত্রী মর্যাদা না দেয় তাহলে আমি আত্মহত্যা করব।

ফেসবুকে স্ট্যাটাসের বিষয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার সাথে শিলা হালদারের সাথে কোনো সম্পর্ক নেই। সে কী করবে সেটা আমার দেখার বিষয় নয়।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা