ইউজিসি’র প্রতিনিধিদের বশেমুরকৃবি পরিদর্শন ও নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২০-২১ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মানদন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করায় এর কার্যক্রম পরিদর্শন ও নলেজ শেয়ারিং এর অংশ হিসেবে মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে আসেন।
শনিবার প্রতিনিধি দল বার্ষিক কর্মসম্পাদন, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনাসহ উল্লেখযোগ্য কার্যক্রম পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সাথে নলেজ শেয়ারিং কর্মশালায় যোগদান করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয় কর্তৃক উপস্থাপিত কার্যক্রমের অগ্রগতিতে ইউজিসি প্রতিনিধিদল সন্তোষ প্রকাশসহ প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অর্জনকে এগিয়ে নিতে ইউজিসি সার্বিক সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন।
নলেজ শেয়ারিং কর্মশালায় বশেমুরকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এপিএ’র সভাপতি প্রফেসর ড. এম. ময়নুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য, প্রফেসর ড. মোঃ আবু তাহের।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহকে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে, সাথে সাথে জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ ও জ্ঞান বিতরণে অধিক যত্নশীল হতে হবে, তবেই বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছতে আমরা সক্ষম হবো। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ ও ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
কর্মশালায় বশেমুরকৃবি’র পক্ষে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং ইউজিসি’র পক্ষে সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট মোঃ গোলাম দস্তগীর বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম উপস্থাপন করেন। কর্মশালায় ইউজিসি ও বশেমুরকৃবি’র অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied