কোটালীপাড়া আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা
আগামী ২৩ জুন বাংলাদেশের প্রাচিীতম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৩ জুন থেকে ২৫ জুন একটানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবসের আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, কৃষ্ণ প্রষাদ মজুমদার, আব্দুল খালেক হাওলাদার, খুলনা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, আওয়ামী লীগ নেতা কমল সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমীন খান, কেন্দ্রীয় কৃষক লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কেএম কামরুল ইসলাম লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম হাজরা, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিজন বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সহ-প্রচার সম্পাদক সম্পাদক শেখ মো. টুটুলসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ জুন বৃহস্পতিবার সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে মাল্যদান, সকাল ৭টা ৩০ মিনিটে বণ্যাঢ্য র্যালি, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৪ জুন শুক্রবার বিকেল ৪টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯টায় যাত্রাপালা, ২৫ জুন শনিবার সকাল ৬টায় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান অভিমুখে যাত্রা, বিকেল ৫টায় কৃতজ্ঞতা জ্ঞাপন েএবং সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএসএম / জামান
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শীতে হলুদে মোড়া ভূরুঙ্গামারী: সরিষা ক্ষেতে রঙিন গ্রামবাংলা
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
Link Copied